Midnapore

Midnapore: ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, গ্রেফতার চিকিৎসক কাঞ্চন ধাড়া! অন্তর্বর্তী জামিনের ২৪ ঘন্টার মধ্যেই জেলে, নজিরবিহীন ঘটনা মেদিনীপুর আদালতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: মেদিনীপুর আদালতে কার্যত ‘নজিরবিহীন’ ঘটনা! অন্তর্বর্তী জামিনের ২৪ ঘণ্টার মধ্যেই জেলে যেতে হল মেদিনীপুর শহরের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ কাঞ্চন ধাড়াকে। ভুল-চিকিৎসায় রোগী মৃত্যুর মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন মেদনীপুর আদালতের বিচারক। বুধবার অবশ্য তিনি ২৪ ঘন্টার জন্য অন্তর্বর্তী জামিনের নির্দেশ পেয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এই অন্তর্বর্তী জামিন বা ইনটেরিম বেল (Interim Bail) বাতিল করেন বিচারক। তাঁকে আদালত থেকেই গ্রেফতার করে জেলে পাঠানোর নির্দেশ দেন তিনি। ভুল চিকিৎসার কারণে মেদনীপুর শহরেরই এক রোগীর (মহিলার) মৃত্যুর অভিযোগেই জেলে যেতে হল পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের সুপরিচিত এই চিকিৎসককে।

ফাইল ছবি:

দুপুরে মেদিনীপুর আদালতে ‘প্রতিবাদ-অবস্থান’- এ কেয়া মাইতি:

প্রসঙ্গত, চলতি বছর (২০২৩) সেপ্টেম্বর মাসে মেদিনীপুর শহরের এক বেসরকারি হাসপাতালে (নার্সিংহোমে) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দিপালী খামরুই (৫২) নামে এক মহিলার। তাঁর জরায়ু-র অপারেশন বা অস্ত্রপচার করেছিলেন ডঃ কাঞ্চন ধাড়া। অভিযোগ, অস্ত্রপচারের পরই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে ওই রোগিনীর। শেষমেষ গোটা শরীরে সংক্রমণ ছড়িয়ে গিয়ে বা সেপ্টিসেমিয়া-তে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। এরপরই, চিকিৎসায় গাফিলতি বা ভুল চিকিৎসার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয় মৃতার পরিবার। কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতার স্বামি স্বপন খামরুই। সেই মামলাতেই বুধবার মেদিনীপুর আদালতে একদিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন চিকিৎসক কাঞ্চন ধাড়া। বৃহস্পতিবার ফের শুনানির জন্য আদালতে হাজির করানো হয় চিকিৎসককে।

আর এসবের মাঝেই, বৃহস্পতিবার দুপুরে আদালত চত্বরে প্ল্যাকার্ড হাতে ধর্নায় বসেন মৃতার মেয়ে কেয়া মাইতি। বিচারের দাবি নিয়ে টানা কয়েক ঘন্টা ধরে ধর্নায় বসে থাকেন তিনি। এরপর, বৃহস্পতিবার বিকেল থেকে দীর্ঘক্ষণ ধরে চলে সাওয়াল-জবাব। অবশেষে সন্ধ্যা ছ’টা নাগাদ চিকিৎসক কাঞ্চন ধাড়াকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। যদিও অভিযুক্ত চিকিৎসকের দাবি, “চক্রান্ত করা হয়েছে তাঁর বিরুদ্ধে!” এভাবে চিকিৎসকের গ্রেফতারির ঘটনা রীতিমতো নজিরবিহীন বলে মানছে সংশ্লিষ্ট মহল। তবে, আদালতের নির্দেশে খুশি মৃতার মেয়ে কেয়া মাইতি সহ তাঁর পরিবার! তাঁদের (মৃতার পরিবারের) আইনজীবী অপূর্ব চক্রবর্তী বলেন, “নজিরবিহীন ঘটনা। পুলিশ কেস ডায়েরি জমা না করায় বুধবার উনি ১ দিনের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। তারপরের ঘটনা মেদিনীপুর আদালতে নজিরবিহীন! ওঁর (কাঞ্চন ধাড়া) বিরুদ্ধে এরকম ৮-টি মামলা আছে। তবে, এই মামলাতে তদন্তকারী অফিসারের (IO) ভূমিকাও প্রশ্নের মুখে। নাহলে আরও আগেই উনি গ্রেফতার হতেন।”

মেদিনীপুর আদালতে কাঞ্চন ধাড়া :

আইনজীবী অপূর্ব চক্রবর্তী :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago