Midnapore

Midnapore: “তীর্থস্থানে ঘোরাই ছিল নেশা!” মহাকুম্ভেই ‘যাত্রা’ শেষ করলেন শালবনীর বৃদ্ধা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩০ জানুয়ারি: “সবাই বলছেন এরকম এক পবিত্র স্থানে বা তীর্থস্থানে গিয়ে মৃত্যু খুব পুণ্যের! কিন্তু, আমাদের তো মাথার উপর থেকে ছাদটা চলে গেল। এই বয়সেও সংসারের সবকিছু উনিই সামলাতেন। সংসারের খুঁটি ছিলেন উনি। আমরা সব কিছু মা (শাশুড়ি মা)-কে জিজ্ঞেস করেই করতাম। কোন কিছু বুঝতে না পারলে, জিজ্ঞেস করতাম। উনি বুঝিয়ে দিতেন। কিন্তু, কোনদিন বকাঝকা করতেন না। ভাবতেও পারিনি, পুণ্য করতে গিয়ে আর ফিরতে পারবেন না!” চোখে জল অম্বিকার। শাশুড়িকে হারিয়ে হাহাকার করছেন পশ্চিম মেদিনীপুরের শালবনীর গোদাপিয়াশাল সংলগ্ন কাছারিরোডের (গুড়াইপাটনার) ভূঁইয়া পরিবারের একমাত্র গৃহবধূ। সোমবার ভোরে দুই মেয়ে, দুই জামাই সহ আত্মীয়-পরিজনদের সাথে খড়্গপুর স্টেশন থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শালবনীর ধর্মপ্রাণ বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া (৭৫)। মঙ্গলবার সাত সকালেই ট্রেন থেকে নেমে প্রয়াগরাজ স্টেশন থেকে পায়ে হেঁটে মহাকুম্ভে পৌঁছেও গিয়েছিলেন বিকেল নাগাদ। আশ্রয় নিয়েছিলেন ভারত সেবাশ্রম সংঘের আশ্রমে। তারপরই বহু বছরের লালিত স্বপ্ন সফল করতে তথা গঙ্গা, যমুনা ও সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে ডুব (পুণ্যস্নান) দিতে কাকভোরে বেরিয়ে পড়েছিলেন মেয়ে-জামাইদের সাথে। আর তারপরই ঘটে যায় বিপর্যয়! সব ছাড়াছাড়ি হয়ে গেল। বুধবার ভোর ৩টা থেকে নিখোঁজ হয়ে গেলেন বৃদ্ধা উর্মিলা। দুপুর নাগাদ দেহ সনাক্ত করা হয় প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিক্যাল কলেজের মর্গে।

উর্মিলা ভূঁইয়া (ছবি- সংগৃহীত):

বিজ্ঞাপন (Advertisement):

প্রসঙ্গত, পুণ্যলাভের উদ্দেশ্যে দুই মেয়ে আর দুই জামাইয়ের সঙ্গে সোমবার প্রয়াগরাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন শালবনীর কাছারিরোডের বৃদ্ধা উর্মিলা ভূঁইয়া। ১৪৪ বছর পর, বিরল যোগে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় পৌঁছেও গিয়েছিলেন। তবে, পুণ্যস্নান আর করা হয়নি। পুণ্যস্নানের উদ্দেশ্যে বেরিয়ে বুধবার ভোরে প্রচণ্ড ভিড়ের মাঝে পড়ে গিয়ে, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় বৃদ্ধা উর্মিলার! বুধবার দুপুরেই শোক সংবাদ এসে পৌঁছয় পশ্চিম মেদিনীপুরের বাড়িতে। বৃহস্পতিবার শালবনীর গোদাপিয়াশাল সংলগ্ন কাছারিরোডে তাঁর বাড়িতে ছেলে-বউমা জানান, ইতিমধ্যেই পুরী, গঙ্গাসাগর সহ দেশের বিভিন্ন ধর্মীয় স্থান তথা তীর্থক্ষেত্র ভ্রমণ করে এসেছেন তিনি। শালবনী টাঁকশালে এক ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক কাজ করেন তাঁর একমাত্র ছেলে দুলাল ভূঁইয়া। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, “মা তীর্থক্ষেত্রে বেড়াতে খুব ভালোবাসতেন। তিন-চার মাস আগে আমার ছোট জামাইবাবু (খড়্গপুরের কমল মাইতি) মহাকুম্ভে যাওয়ার কথা বলেন। মায়ের খুব ইচ্ছে ছিল! দিদি-জামাইবাবুকে বললাম, ঠিক আছে তাহলে মায়ের টিকিট কেটে নাও। পুরী, গঙ্গাসাগর একাধিকবার গেছেন। ভাবতে পারিনি, মহাকুম্ভ থেকে আর ফিরতে পারবেন না!” মায়ের ছবি হাতে দুলাল বলেন, “অভিভাবকহীন হয়ে পড়লাম! কুড়ি বছর আগে বাবাকে হারিয়েছি। মা কখনও বুঝতে দেয়নি!” বউমা অম্বিকা বলেন, “হয়তো ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিলেন। আর উঠতে পারলেন না! একটাই সাধ অপূর্ণ থেকে গেল। একবার বেলুড় মঠ যেতে চেয়েছিলেন।”

প্রয়াগরাজে পৌঁছে :

সকাল থেকেই কাছারিরোডের বাড়িতে ভিড়। পৌঁছেছেন বিধায়ক সুজয় হাজরা, বিডিও রোমান মন্ডল, আইসি সৌরভ ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ। বিডিও বলেন, “সকাল সাড়ে ছ’টায় অ্যাম্বুলেন্স বেনারস ক্রস করেছে। আমরা যোগাযোগ রেখেছি। পরিবারের পাশে আছি।” পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার সাথে সাথেই যোগী সরকারকে কটাক্ষ করে বিধায়ক সুজয় হাজরা বলেন, “এত মানুষের সমাগম! যোগী সরকার ব্যর্থ। অনেক বেশি সচেতন হওয়ার প্রয়োজন ছিল।” রাত্রি নাগাদ দেহ প্রথমে খড়্গপুরে, তারপর মেদিনীপুর মেডিক্যাল কলেজের মর্গে পৌঁছনোর কথা। সেখানেই ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন সুজয়।

কাছারিরোডের বাড়িতে বৃহস্পতিবার সকালে:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago