KMDA র সাহায্যে চলছে সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট সিস্টেমের কাজ :
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ সেপ্টেম্বর: গত ৫০ বছরেরও বেশি সময় ধরে মেদিনীপুর শহরের দেড় লক্ষ মেট্রিক টন জঞ্জাল জমা হয়েছিল শহরের ধর্মা সংলগ্ন ৬০ নং জাতীয় সড়কের ধারে ডাম্পিং গ্রাউন্ডে। এবার, কলকাতা মেট্রপলিটন ডেভেলপম্যান্ট অথরিটির (KMDA) সাহায্য নিয়ে তা ধংস করার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৭ মাসের মধ্যে জঞ্জাল মুক্ত ও দূষণমুক্ত হবে ওই এলাকা। দুর্গন্ধমুক্ত হবে জাতীয় সড়ক। সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট সিস্টেমের মাধ্যমে গত কয়েক মাস ধরে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৭ মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে বলে জানিয়েছেন মেদিনীপুর পৌরসভার নবনিযুক্ত চেয়ারপারসন সৌমেন খান।
উল্লেখ্য যে, ১৮৬৫ সাল প্রতিষ্ঠিত প্রায় দেড় শতাধিক বৎসর প্রাচীন মেদিনীপুর পৌরসভা এলাকার সমস্ত নোংরা-আবর্জনা জমা করা হত শহরের প্রান্তে ধর্মা এলাকায় ৷ গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এভাবেই জমা হয়েছিল দেড় লক্ষ মেট্রিকটন আবর্জনা! মেদিনীপুর পৌর এলাকার ২৫ টি ওয়ার্ডের প্রায় আড়াই লক্ষ বাসিন্দাদের আবর্জনা গত পঞ্চাশ বছর ধরে ফেলা হচ্ছে মেদিনীপুর শহরের পাশে ধর্মা এলাকাতে, জাতীয় সড়কের পাশে প্রায় সাড়ে এগারো একর জমির ওপরে ৷ দীর্ঘদিন ধরে সেই ময়লা জঞ্জাল জমে পাহাড়ের আকার হয়ে গিয়েছিল! এই পাহাড় থেকেই ছড়াচ্ছিল দূষণ আর দুর্গন্ধ! ধর্মার ওই অংশে জাতীয় সড়ক দিয়ে যাতায়াতের সময় তা টের পেতেন সকলেই। পাশপাশি, ওই এলাকার অনেক জমির মালিক তাদের জমি ব্যাবহার করতে যেমন পারছিলেন না! অনেকে বাড়ি নির্মান করেও স্বাভাবিক জীবন-যাপন করতে পারছিলেন না। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপেও গিয়েছেন অনেকে। অবশেষে, বছরখানেক আগে পৌরসভার পক্ষ থেকে দরবার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের উদ্যোগে চালু হয় সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট সিস্টেম। গত কয়েকমাস ধরে উন্নত মেশিনপত্র দিয়ে কাজ করে বর্তমানে ৩৫ শতাংশ আবর্জনা মুক্ত হয়েছে ওই এলাকা।
পৌরসভার আধিকারিকরা জানিয়েছেন, আগামী ৭ মাসের মধ্যে মেদিনীপুর শহরের ৫০ বছরের আবর্জনা সম্পূর্ণ পরিষ্কার হবে। একটি সংস্থাকে দিয়ে কাজ করাচ্ছে KMDA। বিদেশী মেসিনের সাহায্যে আবর্জনাকে বিভিন্ন রকমের মান অনুযায়ী ভাগ করে সরবরাহ করা হচ্ছে বিভিন্ন স্থানে। সেখান থেকে প্লাস্টিক জাতীয় সামগ্রী বিভিন্ন কোম্পানীকে দেওয়া হচ্ছে। জৈব সার ছাড়াও বিশেষ মাটিও আলাদা করে সরবরাহ চলছে। মেদিনীপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কৌশিক রানা বলেন, আগামী ৬ মাসের মধ্যে পুরো মাঠ পরিষ্কার করে, বাড়তি মাঠে বিশেষ একটি উদ্যান তৈরী করবে মেদিনীপুর পৌরসভা। প্রায় ৫০ বছরের অধিক সময় ধরে জমা আবর্জনা মুক্তির খবরে স্বস্তিতে পৌরবাসী! পৌর এলাকার দূষণ কমার সাথে সাথে, জাতীয় সড়কটিও “দুর্গন্ধমুক্ত” হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সব মহল।
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…