Midnapore

Midnapore: শুধুই সৌন্দর্য নয়, হবে ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার পরীক্ষাও! ডিসেম্বরেই ‘দ্য সোয়াগ মডেল হান্ট’ শহর মেদিনীপুরে, চলছে রেজিস্ট্রেশন

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: সময়ের দাবিতে মডেলিং এখন এক অন্যতম আকর্ষণীয় পেশা। আবার অনেকের কাছে তা ‘নেশা’ বা ভালোবাসাও। এই দুই টানেই বর্তমান সময়ে মফস্বলের অনেক পুরুষ-মহিলাই ছুটে যান রাজধানী কলকাতা কিংবা আরও দূরে। সমাজের ‘ভ্রুকুটি’ উপেক্ষা করে কবিগুরু’র মালতী-র (‘সাধারণ মেয়ে’ কবিতার) ‘স্বপ্নের’ মতো দু’পাশে শত শত ‘মুগ্ধ’ চোখের মাঝখান দিয়ে (র‌্যাম্পে) তাঁরা অবলীলায় হেঁটে যান! অনেকেই আবার সব দিক দিয়ে নিজেদের সমৃদ্ধ করেও, অপেক্ষায় থাকেন। এবার তাঁদের কথা ভেবেই শহর মেদিনীপুরে সেই ‘সুযোগ’ এনে দিয়েছেন অভিলাষ ও মৃণাল নামে (মেদিনীপুর শহরেরই বাসিন্দা) দুই যুবক। আর.পি এন্টারপ্রাইজ নামে তাঁদের দু’জনের তৈরি এক সংস্থা চলতি বছরের একেবারে শেষ লগ্নে (২৭ ডিসেম্বর) আয়োজন করতে চলেছে “দ্য সোয়াগ মডেল হান্ট সিজন- ২” (The Swag Model Hunt Season 2)। চলতি সপ্তাহের সোমবার মেদিনীপুর শহরের একটি অভিজাত হোটেলে সাংবাদিক বৈঠক করে অভিলাষ ও মৃণাল জানিয়েছেন, এটা তাঁদের দ্বিতীয় আয়োজন।

সাংবাদিক বৈঠকে:

আগামী ২৭ ডিসেম্বর (২০২৩) পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের গীতাঞ্জলি মুক্তমঞ্চে এই ‘মডেল হান্ট’ বা বিউটি পেজেন্ট (সৌন্দর্য প্রতিযোগিতা) শো অনুষ্ঠিত হবে। যেখানে যুবক (Mr Swag), যুবতী (Ms Swag)-রা ছাড়াও শিশু (The Swag Kids) এবং গৃহবধূরাও (Mrs Swag) অংশ নিতে পারবেন। শিশুদের ক্ষেত্রে ন্যূনতম তিন বছর বয়স হলেই এই মডেল হান্টে অংশ নিতে পারবে বলে জানিয়েছেন সংস্থার তরফে অভিলাষ সিং রাজপুত ও মৃণাল পাল। তাঁদের সঙ্গে এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর শহরের সুপরিচিত মডেল বাসবদত্তা মন্ডল (কিডস মেন্টর), রিতম দাস (উঠতি মডেল), পূজা গাঁতাইত (মেকআপ আর্টিস্ট), নিরূপমা মালিক (মেকআপ আর্টিস্ট) প্রমুখ।

মৃণাল ও অভিলাষ এও জানাতে ভোলেননি, “এই সোয়াগ মডেল হান্টের মুখ্য আকর্ষণ হতে চলেছেন টলিউডের অভিনেতা ফাহিম মির্জা, ‘সুপার মডেল’ মাধবীলতা মিত্র, ফ্যাশন ডিজাইনার সঞ্জীব পাল, মেকআপ আর্টিস্ট সোমদত্তা মন্ডল, মেন্টর অভ্রনীল মালাকার প্রমুখ।” তাঁদের সংযোজন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করলেই, আমরা সম্পূর্ণ বিনামূল্যে গ্রুমিং ক্লাস করাচ্ছি। সেই ক্লাস ইতিমধ্যে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগরের অন্নপূর্ণা হোটেলে শুরু হয়েছে।” তাঁরা মনে করিয়ে দিয়েছেন, “এটা শুধু ফ্যাশন শো নয় যে কেবল শারীরিক সৌন্দর্য-ই দেখা হবে। এটা যেহেতু মডেল হান্ট বা বিউটি পেজেন্ট বা সৌন্দর্য প্রতিযোগিতা; তাই সৌন্দর্যের সাথে সাথেই ব্যক্তিত্ব ও বুদ্ধিমত্তার পরীক্ষা হবে। তাই গ্রুমিং অত্যন্ত প্রয়োজন। নির্ধারিত মূল্য দিয়ে রেজিস্ট্রেশন করার পরই আমরা বিনামূল্যে গ্রুমিং এর ক্লাস করাচ্ছি।” তবে, ২৭ ডিসেম্বর অবশ্য বিনা রেজিস্ট্রেশনেও সমাজের বিভিন্ন স্তর থেকে লড়াই করে উঠে আসা বেশ কয়েকজন তরুণীকে র‌্যাম্পে হাঁটার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন অভিলাষ। মৃণাল জানিয়েছেন, “ওই দিন (২৭ ডিসেম্বর) ট্রাইবাল বা আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের র‌্যাম্পে হাঁটা এবং তাঁদের বাদ্যযন্ত্রের উপস্থাপনাও বিশেষ আকর্ষণ হতে চলেছে।” (রেজিস্ট্রেশনের নম্বর- 022-69711303)

চলছে মহড়া:

গ্রুমিং সেশনে :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago