Midnapore

Medinipur: ‘মনের জোরে’ মুখ দিয়েই ল্যাপটপ চালান মেদিনীপুরের তুহিন! ছেড়েছেন ৫০ লক্ষ টাকার চাকরিও; IIT খড়্গপুর থেকে এম.টেক করাই লক্ষ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ৭ ডিসেম্বর: হাতে-পায়ে তেমন জোর নেই! তবে, মনের জোরেই ‘বিশ্বজয়’ করার তাগিদ অনুভব করেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের মালঞ্চ এলাকার বাসিন্দা তুহিন দে। জন্মের মাত্র চার দিনের মধ্যেই ধরা পড়ে বিরল মাংসপেশীর রোগ। দু’পায়ে উঠে দাঁড়ানোর মতো আর সামর্থ্য হয়নি তুহিনের। শুধু তাই নয়, হাত দিয়েও কোন কিছু করার মতো শক্তি নেই প্রায় অবশ হতে বসা শরীরের! বড় হওয়ার পর হুইল চেয়ারই হয় তুহিনের একমাত্র সম্বল। তবে, হাল ছাড়েন নি মেদিনীপুরের এই ‘বিস্ময় বালক’! শুরু হয় লড়াই। পাশে থাকেন বাবা সমীরণ দে এবং মা সুজাতা দে। পেশায় ব্যবসায়ী সমীরণ ও গৃহবধূ সুজাতা তাঁদের একমাত্র ছেলে তুহিনের এই ‘অসম’ লড়াইয়ে ‘মেরুদণ্ড’ হয়ে দাঁড়ান। আর সেজন্যই হুইল চেয়ার নিয়েও হাওয়াই জাহাজের বেগে এগিয়ে চলেছেন মালঞ্চ-র তুহিন দে!

মুখ দিয়েই ল্যাপটপ চালান তুহিন:

আবেদন:

থুতনি দিয়েই এখন অনায়াসে ল্যাপটপ, মোবাইল চালান তুহিন। পেন মুখে ঢুকিয়ে সকাল থেকে রাত পর্যন্ত চলে তাঁর পড়াশোনা, লেখালেখি। ছোট থেকে নিজেকে বিশেষভাবে সক্ষম না ভেবে, আর পাঁচজন সাধারণ ছেলে-মেয়েদের মতোই নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই শুরু করেছেন। ছোটবেলায় একাধিক জায়গায় চিকিৎসা হলেও, স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারেননি চিকিৎসকেরা! তবে, নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে পিছনে ফেলেই প্রতিষ্ঠিত হওয়ার দৌড়ে এগিয়ে চলেছেন তুহিন। লক্ষ্য আইআইটি থেকে এম.টেক করা। বি.টেক করার পর সম্প্রতি এম.টেকের প্রস্তুতি নিচ্ছেন তুহিন। তার আগে আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) ক্যাম্পাসের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে ২০১৭ সালে মাধ্যমিক পাশ করেন তুহিন। উচ্চ মাধ্যমিক পাশ করেছেন রাজস্থানের কোটা থেকে। তার পর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন। পরীক্ষার সময় তুহিন কখনও কারও সাহায্য নেননি। মুখে কলম এবং পেন্সিল নিয়ে লেখালিখি করতে কোনও সমস্যা হয় না তাঁর। বছর ২৫-র তুহিনের কথায়, “আমি মুখে পেন বা পেনসিল নিয়ে লিখতে পারি। কোনও সমস্যা হয় না। আর পরীক্ষার সময় অতিরিক্ত সময়ও নিই না। তবে পরীক্ষার সময় কাগজ নেমে গেলে বা পাতা ওল্টানোর সময় শিক্ষকেরা সাহায্য করেছেন। ছবি আঁকা হোক বা কম্পিউটার চালানো, কোনও কিছুতেই অসুবিধা হয় না।”

মুখে পেন দিয়েই লেখে তুহিন:

বিজ্ঞাপন (Advertisement):

গত ৩ ডিসেম্বর, ‘বিশ্ব প্রতিবন্ধী দিবস’ উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে তুহিনকে ‘অ্যাকাডেমিক এক্সেলেন্সি অ্যান্ড ক্রিয়েটিভ ওয়ার্কস’ সম্মানে ভূষিত করা হয়। ২০১১ সালে বেস্ট ক্রিয়েটিভিটির জন্য রাজ্য স্তরে সম্মান, ২০১২-‘১৩ সালে রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা, ২০১৯ এ রাজস্থানের কোটা থেকে বিশেষ পুরস্কারেও সম্মানিত হয়েছেন ‘মেদিনীপুরের গর্ব’ তুহিন দে। সম্প্রতি, একটি বেসরকারি সংস্থা থেকে তুহিনের কাছে এসেছিল ৫০ লক্ষ টাকার চাকরির প্রস্তাব! তবে, তুহিন সেই প্রস্তাবে সাড়া দেননি। তাঁর লক্ষ্য আইআইটি খড়্গপুর (IIT Kharagpur) থেকে এম.টেক এবং পিএইচডি করা। শুধুমাত্র ‘মনের জোরে’ যে তুহিন এতদূর এগিয়েছেন, আগামীদিনে তাঁর বাকি স্বপ্নও পূরণ হবে বলে আশাবাদী আপামর মেদিনীপুরবাসী!

জেলাশাসকের কার্যালয়ে (৩ ডিসেম্বর):

বাড়িতে তুহিন দে:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

6 hours ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

2 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

4 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

4 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

4 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago