Midnapore

Pathra: প্রায় ৫০ বছর ধরে পাথরা’র ৩৪-টি মন্দির বুক দিয়ে আগলে রেখেছেন ইয়াসিন পাঠান! মেদিনীপুর সার্কিট হাউসে ডেকে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ আগস্ট:জাতি, ধর্ম, দারিদ্র্যের বেড়াজাল অতিক্রম করে; গত পঞ্চাশ ধরে নিজের বুক দিয়ে আগলে রেখেছেন হিন্দু স্থাপত্যের অন্যতম নিদর্শন বা পুরাকীর্তি স্বরূপ ৩৪-টি সুপ্রাচীন মন্দির। সর্ব ধর্ম বর্ণের ‘মহা মিলনস্থল’ ভারতবর্ষের আদর্শ প্রতিনিধি তথা উদার মানবতার মূর্ত প্রতীক সেই ইয়াসিন পাঠানের ঐকান্তিক প্রচেষ্টাতেই ধ্বংসপ্রায় পাথরা’র খ্যাতি আজ ছড়িয়ে পড়েছে ‘মন্দিরময় পাথরা’ হিসেবে। আর, পাথরা’র প্রাণপুরুষ হিসেবে ইয়াসিন পাঠান পেয়েছেন ‘কবীর পুরস্কার’। কথিত যে, অষ্টাদশ শতাব্দীতে নবাব আলীবর্দী খাঁ (Alivardi Khan)’র আমলে, তাঁর এক বিশ্বস্ত পারিষদ‌ বা সামন্ত বিদ্যানন্দ ঘোষাল ও তাঁর বংশধরেরা মেদিনীপুরের ‘রত্নচক’ পরগণায় কংসাবতী নদীর তীরে এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে অবশ্য ধর্মপ্রাণ বিদ্যানন্দ ঘোষাল-কে মৃত্যুদণ্ড দেন নবাব আলীবর্দী খাঁ। তবে, কালের নিয়মে পাথরা’র পুরাকীর্তিগুলি ধ্বংসপ্রাপ্ত, লুন্ঠিত হয়ে অবগুণ্ঠনে মুখ ঢেকেছিল একসময়। গত শতাব্দীর (বিংশ শতাব্দীর) সত্তরের দশক থেকে ফের অবিভক্ত মেদিনীপুরের একদল গবেষক (তারাপদ সাঁতরা প্রমুখ) এবং মুসলিম যুবক ইয়াসিন পাঠানের সৌজন্যে ‘ঐতিহাসিক পাথরা’র আলো দিকবিদিকে ছড়িয়ে পড়ে। সেই ‘পাথরার পাঠান’ এর সঙ্গেই সোমবার সন্ধ্যায় মেদিনীপুর সার্কিট হাউসে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

মন্দিরময় পাথরা :

উল্লেখ্য যে, মেদিনীপুরে দলীয় কাজে যোগ দিতে এসে পাথরা সম্পর্কে জানতে পারেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী। তিনি মেদিনীপুরে থাকাকালীন-ই গত ২২ আগস্ট (সোমবার) একটি ইংরেজি দৈনিকে পাথরা’র প্রাণপুরুষ ইয়াসিন পাঠান সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তারপরই, ইয়াসিন পাঠানের সাথে কথা বলার ইচ্ছে প্রকাশ করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। সোমবার কলকাতা থেকে মেদিনীপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন তিনি। ওই দিন সন্ধ্যাতেই তিনি ইয়াসিনের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। একথা জানতে পেরেই বিজেপি’র মেদিনীপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় মন্ত্রীর ওই বার্তা পৌঁছে দিতে ফোন করেন ইয়াসিনকে। সোমবার সন্ধ্যায় মেদিনীপুর সার্কিট হাউসে আসার আমন্ত্রণ জানানো হয়। শারীরিক অসুস্থতা সত্ত্বেও, ইয়াসিন তাঁর লেখা “পাথরা- এ ভিলেজ অফ টেম্পলস” (Pathra- A Village of Temples) নামক বই নিয়ে সোমবার সন্ধ্যায় মেদিনীপুর সার্কিট হাউসে পৌঁছে যান। মন্ত্রী কথা বলেন এবং পাথরা সমন্ধে খোঁজ খবর নেন। এই মুহূর্তে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI)’র অধীনে রয়েছে ওই মন্দিরগুলি। কিন্তু, জমিদাতারা এখনও টাকা পাননি বলেই সেগুলির সংস্কারের কাজ সম্পূর্ণ করা যায়নি বলে মন্ত্রীকে জানান তিনি। এদিকে, মন্দিরকে কেন্দ্র করে রাজ্য ও জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি হয়েছে পার্ক। গড়ে উঠছে পর্যটনকেন্দ্র। কিন্তু, এখনও অবহেলিত ৩৪-টি মন্দিরের মধ্যে ১৪-১৫ টি। এই বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী সাহায্য করার প্রতিশ্রুতি দেন। তিনি ‌পুরো বিষয়টি উল্লেখ করে অর্থ দপ্তরে চিঠি পাঠানোর পরামর্শ দিয়ে গিয়েছেন “পাথরা পুরাতত্ব সংরক্ষণ কমিটি”র প্রতিষ্ঠাতা ইয়াসিন পাঠান-কে।

মঙ্গলবার এই বিষয়ে ইয়াসিন পাঠান জানিয়েছেন, “কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী ডেকেছিলেন। কথা হয়েছে পাথরার জমি সংক্রান্ত সমস্যার বিষয়ে। ওনার পরামর্শ মতো তাঁর দপ্তরে চিঠি পাঠানোর বিষয়ে কমিটির সাথে আলোচনায় বসা হবে। অনেক দপ্তর ঘুরেছি, কিন্তু জমির টাকা পাননি জমিদাতারা। যা নিয়ে এলাকার মানুষদের কাছে খারাপ হতে হচ্ছে। ওঁদের অর্থ পাইয়ে দিতে পারলেই ৫০ বছরের এই আন্দোলন সার্থক হবে!” বিজেপি’র জেলা সাধারণ সম্পাদক শুভজিৎ রায় বলেন, “মন্ত্রীর নির্দেশ মতো ইয়াসিন পাঠান-কে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলাম।” অন্যদিকে, মঙ্গলবার রাতে টেলিফোনে মন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, “একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হিন্দুদের মন্দির বুক দিয়ে আগলে রেখেছেন, যত্ন নিয়েছেন জেনে খুব ভালো লাগলো। তাই, ওনার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করি। ওনাকে সম্বর্ধনা জানিয়েছি। ওখানের সমস্যা লিখিত ভাবে জানাতে বলেছি ওনাকে।”

মেদিনীপুর সার্কিট হাউসে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংবর্ধিত করলেন ইয়াসিন পাঠান-কে :

‘পাথরা’ বইটি মন্ত্রীর হাতে তুলে দিলেন ইয়াসিন পাঠান:

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

7 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

6 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago