Midnapore News

Midnapore: ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড মেদিনীপুর শহর! ভাঙল বড় বড় গাছ, ক্ষতিগ্রস্ত পদ্মাবতী শ্মশানের বৈদ্যুতিক চুল্লির চিমনি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ মে: কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড মেদিনীপুর শহর! শুক্রবার বিকেল সাড়ে চারটা-পাঁচটা নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ভয়াবহ কালবৈশাখীর তাণ্ডব শুরু হয় জেলা জুড়ে। প্রথমে শিলাবৃষ্টি এবং তারপর বেশ কিছুক্ষণ মুষলধারায় বৃষ্টি হয়। তবে, ঝড়ের তাণ্ডব-ই বেশি ছিল। ক্ষণিকের ঝড়ে একপ্রকার লন্ডভন্ড হয়ে যায় জেলা শহর। জেলা শহরের রিং রোড জুড়ে ভেঙে পড়ে বড় বড় গাছ। শহরের হাসপাতাল রোড, স্টেশন রোড, নিমতলা, বটতলা, কেরাণীটোলা, কালেক্টরেট, এলআইসি মোড় প্রভৃতি এলাকায় রাস্তার পাশে থাকা বেশ কয়েকটি বড় বড় গাছ ভেঙে পড়ে। হাসপাতাল রোডে ফুটপাতে থাকা দোকানগুলি ক্ষতিগ্রস্ত হয়। কালেক্টরেট এলাকায় ট্রাফিক সিগন্যালের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, কুইকোটাতে সুপ্রাচীন বজরংবলীর মন্দিরে গাছ পড়ে ভেঙে যায়। বিধাননগরে বিদ্যুৎ খুঁটি সহ একটি বড় দেবদারু গাছ উপড়ে পড়ে।

শহরজুড়ে ঝড়ের তাণ্ডব :

বিকেল ৫-টার পরই শহরজুড়ে সাময়িক সময়ের জন্য যানজট তৈরি হয়। তবে, মেদিনীপুর পৌরসভা দ্রুত উদ্ধার কাজ শুরু করে। চেয়ারম্যান সৌমেন খানের নেতৃত্বে পৌরকর্মীদের তৎপরতায় রিং রোডের যানজট মুক্ত করা হয়। বাকি এলাকাতেও চলছে উদ্ধার কাজ। অন্যদিকে, শহরের মহতাবপুরে অবস্থিত পদ্মাবতী শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লির সুদীর্ঘ চিমনিটি এদিনের ঝড়ে ভেঙে পড়ে। ফলে দাহ করার কাজ ব্যাহত হয়। আপাতত চিরাচরিত কাঠের চিতা সাজিয়েই দাহ করার কাজ চলছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে। শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়েও ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘গ্রিন ক্যাম্পাস’ জুড়ে একাধিক বড় বড় গাছ এবং গাছের ডাল ভেঙে পড়েছে। অন্যদিকে, মঙ্গলবারের মতোই এদিনও (শুক্রবার) ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে শালবনী ব্লকের বিস্তীর্ণ অংশ! পিড়াকাটা সহ ৭ নং অঞ্চল, ৬ নং ভীমপুর অঞ্চল, ৫ নং লালগেড়িয়া অঞ্চলে ঝড়ের প্রভাব পড়েছে। প্রায় ৩০-৪০টি মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাড়ির চালা উড়ে গেছে বলে স্থানীয় পুলিশ-প্রশাসন সূত্রে জানা গেছে।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভেঙে পড়ল গাছ:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago