দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ এপ্রিল: শহর মেদিনীপুরের তাপমাত্রা আজ ৪৩ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। সঙ্গে ভয়ঙ্কর তাপপ্রবাহ! হাওয়া অফিস জানিয়েছে, আরও দু’একদিন এমনই তীব্র গরম ভোগ করতে হবে জেলা তথা শহরবাসীকে। আর, সেই পরিস্থিতিতেই মঙ্গলবার সকালে শহরের প্রাণকেন্দ্র ওল্ড এল.আই.সি মোড়ে ‘জলছত্র’-এর সূচনা হল রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং জেলা ও শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়। আজ (১৮ এপ্রিল), প্রথমদিন, পথচলতি মানুষের হাতে বিশুদ্ধ পানীয় জলের সাথে সাথেই তুলে দেওয়া হয় ORS, আমপান্না ও স্কোয়াশের শরবত, কলা প্রভৃতি।

thebengalpost.net
মানুষের পাশে:

প্রচণ্ড এই দাবদাহে শহরবাসী তথা প্রতিদিন নানা প্রয়োজনে শহরে আসা হাজার হাজার মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। আপাতত দিন সাতেকের জন্য এই ‘জলছত্র’ চালানো হবে বলেও তাঁরা জানান। রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা নির্মাল্য চক্রবর্তী বলেন, “ভয়াবহ এই দাবদাহের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। এই প্রচন্ড গরমে দূর দূরান্ত থেকে নানা প্রয়োজনে শহরে আসা মানুষজন একটু পানীয় জলের জন্য হাহাকার করেন, আমরা অনুভব করেছি। তাই, তাঁদের হাতে সামান্য পানীয় জল কিংবা ওআরএস তুলে দেওয়ার জন্যই এই উদ্যোগ।” এই কর্মসূচির নামও দেওয়া হয়েছে, ‘মানুষের পাশে’। মঙ্গলবার এর সূচনালগ্নে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব, রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ, আশিস চক্রবর্তী, শহর মহিলা তৃণমূলের সভানেত্রী মৌ রায় প্রমুখ। এই কর্মসূচির সাথে সাথেই শাসকদলের নেতা-নেত্রীরা এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সিবিআই এর নোটিশ পাঠানোরও তীব্র বিরোধিতা করা হয়। পোড়ানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকাও।

thebengalpost.net
প্রতিবাদ: