দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ জুলাই: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (B.Com)-এ ফার্স্ট ক্লাস। পরবর্তী সময়ে উড়িষ্যার কটকের শ্রী শ্রী বিশ্ববিদ্যালয় থেকে MBA পাস করেছেন গোল্ড মেডালিস্ট (Gold Medalist) হিসেবে। শহর মেদিনীপুরের ২৭ বছর বয়সী এই মেধাবী পড়ুয়াই ‘আধ্যাত্মিক গুরু’ শ্রী শ্রী রবিশঙ্করের (Shri Shri Ravi Shankar) জীবন কথা বাংলায় রচনা করলেন। গত ৩ জুলাই ‘গুরু পূর্ণিমা’-র দিন ‘কৃপাসাগরী’ নামের সেই গ্রন্থ প্রকাশিত হলো। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের যুবক শিবকুমার বেরা রচিত সেই গ্রন্থটি নোশন প্রেস পাবলিশার থেকে প্রকাশিত হয়েছে। ‘আর্ট অফ লিভিং’ সংস্থার সংস্থাপক, আধ্যাত্মিক গুরু তথা ‘শান্তি-দূত’ শ্রী শ্রী রবিশঙ্করের সান্নিধ্যে আসা ভক্তজীবনের কিছু অভূতপূর্ব কাহিনীর সম্ভার নিয়েই এই বই রচিত হয় বলে জানিয়েছেন শিবকুমার।

thebengalpost.net
সপরিবারে শিবকুমার বেরা:

মেদিনীপুর শহরের নতুন বাজার সংলগ্ন ‘আর্ট অফ লিভিং’- এর যোগ সাধনা প্রশিক্ষণ কেন্দ্র ও ধ্যান মন্দিরে গত ৩ রা জুলাই বইটি প্রকাশিত হয়। উপস্থিত ছিলেন সুকুমার বেরা, পাপ্পু বেরা সহ অগণিত ভক্তবৃন্দ। লেখক শিবকুমার বেরা জানান, “রবিশঙ্কর জী-র কথা অগণিত বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই গ্রন্থটি লেখার অন্যতম কারণ। যেমন কাঠের কাজ দেখলে, প্রশ্ন ওঠে কারিগর কোথাকার? ভালো সংগীত শুনলে জানতে ইচ্ছে হয়, শিল্পী কেমন? তেমনি ওঁনার সংস্পর্শে আসা কিছু মানুষের জীবন অধ্যয়ন করলে, জানতে পারব যে, উনি কেমন। কিছু ঘটনার বিশ্লেষণ হয় না। শুধু আশ্চর্যের স্তরে নিয়ে যায়। কারণ গুরু-কৃপার কোনো অংক হয় না। হয় না হিসেব গণণা করা। অহৈতুকী ধারায় তা বয়ে চলে এসেছে। চলে আসছে। ভেসে চলেছে কত ভক্ত-মাঝি। গুরু-শ্রদ্ধা রূপী দাঁড় কাটছে ঢেউ, সাথে বাঁধা ‘গুরুকৃপার’ পাল। যাত্রা অনন্ত হতে অনন্তের দিকে। এই বইটি সকলের সেবায় আসতে পারলে আমি ধন্য।”