দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩১ জুলাই: অতিমারী আবহেই শালবনীর জিন্দল সিমেন্ট প্ল্যান্টে (JSW) ৮৫ জন কর্মচারীকে ছাঁটাই করার অভিযোগ উঠলো কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইতিমধ্যে গত ৪৬ দিন ধরে তাঁরা কর্মহীন। শনিবার কর্মরক্ষা কমিটি’র নেতৃত্বে তাই কোম্পানির প্রধান ফটকের সামনে আন্দোলনে সামিল হলেন কর্মচারীরা। তাদের বক্তব্য, “নতুন কন্ট্রাক্টর এসে আমাদের ছাঁটাই করে, নতুন লোক ঢুকিয়েছে। অথচ আমরা ৩ বছর ধরে কোম্পানিকে লাভের মুখ দেখিয়েছি। কিন্তু, এই মহামারীর সময়ে আমাদের ছাঁটাই করে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করল। আমরা এখন অসহায়! আমাদের কাজ ফিরিয়ে দিতে হবে। নাহলে এই আন্দোলন চলবে।”

thebengalpost.in
জিন্দল প্ল্যান্টের সামনে আন্দোলন :

এই বিষয়ে বর্তমান কন্ট্রাক্টর দিব্যেন্দু মুখার্জি’র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁকে ফোনে পাওয়া যায়নি। তবে, কোম্পানির এক আধিকারিক জানিয়েছেন, “কিছুজনের পর্যাপ্ত উপস্থিতি ছিলনা। শুধুমাত্র তাদের ক্ষেত্রে বিকল্প কিছু আমরা ভাবছি।” তবে, নিজেদের কাজ ফিরে পাওয়ার দাবিতে অনড় কর্মচারীরা। নিজেদের দাবিপত্র তাঁরা রাজ্যর মন্ত্রী তথা শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাত, জেলাশাসক, বিডিও, এসডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও জমা দিয়েছেন বলে জানিয়েছেন।