দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ সেপ্টেম্বর: সারা রাজ্য জুড়ে আজ ঘটা করে পালিত হচ্ছে “পুলিশ দিবস” (Police Day)। আর এদিনই ‘গরু চুরি’ কে কেন্দ্র করে তুমুল বিক্ষোভের মুখে খড়্গপুর টাউন থানার পুলিশ! গরু চুরি এবং গরু’কে অমানবিক ভাবে নিয়ে যাওয়ার ঘটনা ঘিরে উত্তাল পরিস্থিতির তৈরি হল বুধবার। রেলশহর খড়্গপুরের আইআইটি ফ্লাইওভারের কাছে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বিরোধ ঘিরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

thebengalpost.in
‘পুলিশ দিবস’ এর দিনই তুমুল বিক্ষোভ খড়্গপুর টাউন থানার সামনে :

বিজেপির অভিযোগ অনুযায়ী, খড়্গপুরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গরু চুরি হয়েছে। এদিকে, আজ দুপুর নাগাদ আইআইটি ফ্লাইওভারের ওপরে একটি গুরু ভর্তি গাড়ি দেখে বিজেপি কর্মী সমর্থকরা সেই গাড়ি আটকে দেয়! গাড়িটি পাঁচগেড়িয়ার দিকে যাচ্ছিল। এরপর, পুলিশ জোর করে গরুর গাড়িটি টাউন থানায় নিয়ে আসতে গেলে, চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে খড়্গপুর টাউন থানার পুলিশের রীতিমতো বিরোধ বেধে যায়। ব্রিজের কাছেই পুলিসকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকেরা। এর পরেই খড়্গপুর টাউন থানার বাইরে বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে পুলিশ। এই ঘটনায় একজনকে আটক করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ। বিজেপির মণ্ডল সভাপতি শ্রী রাও মণ্ডলের অভিযোগ, “গরু গৃহপালিত পশু। মনুষ্য সমাজ-কে নানাভাবে উপকৃত করে। সেই গরু-কে অমানবিক ভাবে বেঁধে, ইঞ্জেকশন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকাবাসী’র অভিযোগ গত কয়েকদিনে বেশ কয়েকটি গরু চুরিও হয়েছে। পুলিশের এই বিষয়গুলি দেখা উচিত। নাহলে ভবিষ্যতে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হব।”