দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: ‘ডাইন’ সন্দেহে এক ব্যক্তিকে নৃশংস ভাবে খুন করার অভিযোগ উঠলো পশ্চিম মেদিনীপুরে! বুধবার রাতে ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত পলশা অঞ্চলের জগতপুর গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ রক্তাক্ত অবস্থায় গ্রামের সামনেই একটি জলা জমিতে দুর্গাপদ টুডু নামে সত্তোরোর্ধ্ব এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। নিমেষের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, বিকেল নাগাদ মাছ ধরে বাড়ি আসার পথে এলাকার কিছু লোক ডাইন বা ডাইনি সন্দেহে তাঁকে নৃশংস ভাবে হত্যা করেছে। এরপর, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়ে দেয়। এই ঘটনায় অভিযুক্ত দু’জনকে পুলিশ গ্রেপ্তারও করেছে।

thebengalpost.net
হত্যা করা হয় দুর্গাপদ টুডু-কে :

মৃতের ছেলে অভিনাশ টুডু অভিযোগ করেন, “বাবা বিকেলে মাছ ধরতে গিয়েছিলেন। আমরা জানি একটু পরেই বাবা ফিরে আসবেন। কিন্তু, সন্ধ্যা নামলেও ফিরে না আসায় আমরা এগিয়ে যাই। গিয়ে দেখি, ওই রাস্তায় রক্ত পড়ে আছে। যে হাঁড়িতে মাছ নিয়ে আসতো, সেই হাঁড়ি রাস্তার পাশে পড়ে আছে। তার সামনেই জমিতে জলের মধ্যে বাবা মৃত ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তারপর আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলাম। ডাইনি অপবাদ দিয়ে, আমার বাবাকে খুন করেছে রহিম সরেন, লক্ষ্মী সরেন সহ কয়েকজন। পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে।” পুলিশ ‘ডাইন’ এর বিষয়-টি স্বীকার না করলেও, এলাকার আরও কয়েকজন তা স্বীকার করেছে। প্রশ্ন উঠছে, শহর লাগোয়া এই এলাকাতেই যদি এই ধরনের নৃশংস ও পাশবিক ঘটনা ঘটে, তবে অশিক্ষার অন্ধকারে ডুবে থাকা প্রত্যন্ত আরও অনেক গ্রামের অবস্থা কি? এই বিষয়ে স্থানীয় বিধায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, তাঁকে ফোনে পাওয়া যায়নি। জেলা বিজ্ঞান মঞ্চের তরফে, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে।

thebengalpost.net
এখান থেকেই উদ্ধার করা হয় তাঁর মৃতদেহ :