দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ জুলাই: নৃশংস বললেও কম বলা হয়! অন্তঃসত্ত্বা স্ত্রী’কে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করলো স্বামী। পাশবিক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী থানার সিংগাই গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে স্বামী-স্ত্রী’র মধ্যে কোনো বিষয় নিয়ে অশান্তি শুরু হয়। ঝগড়ার মাঝেই মদ্যপ স্বামী গোপী রানা ঘরের মধ্যে থাকা কুড়ুল দিয়ে স্ত্রী’কে কোপাতে থাকে! ঘটনাস্থলেই মৃত্যু হয়, স্ত্রী সোমা রানার (২৪)। এরপরই, পালাতে যায় অভিযুক্ত স্বামী গোপী রানা। কিন্তু, মদ্যপ অবস্থায় বেশিদূর এগোতে পারেনা। গ্রামের এক প্রান্তে তাকে ধরে ফেলেন গ্রামবাসীরা। গাছে বেঁধে চলে গণধোলাই! এরপরই পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
জানা গেছে, বছর আষ্টেক আগে কেশিয়াড়ীর সিংগাই গ্রামের সোমা রানার সঙ্গে বিয়ে হয় বেলদা থানার মাতকাতপুর গ্রামের বাসিন্দা গোপী রানার। দুটি কন্যা সন্তান রয়েছে। আবারও গর্ভবতী হন সোমা। প্রায়শই শ্বশুরবাড়িতে থাকতেন গোপী। আজ দুপুরে স্বামী-স্ত্রী’র মধ্যে ঝগড়া চরমে পৌঁছলে, কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় গোপী। সে মদ্যপ ছিল বলে জানা গেছে। প্রতিবেশীরাও জানাচ্ছেন, প্রায়শই মদ্যপ অবস্থায় স্ত্রী’র সঙ্গে অশান্তি করতে গোপী। মৃতের মা লক্ষ্মী রানা জানাচ্ছেন, যে তার অন্তঃসত্ত্বা মেয়েকে খুন করেছে, তার যেন চরম শাস্তি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেশিয়াড়ি থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানোর ব্যবস্থার করা হয়। গ্রেফতার করা হয় গোপীকে। তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কেশিয়াড়ি থানার আইসি।