National

ICSE Result 2023: ICSE’র সর্বভারতীয় মেধাতালিকায় তৃতীয় স্থানে মেদিনীপুর শহরের মহিকা! জেলার সেরা বিদ্যাসাগর শিশু নিকেতন

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৪ মে: আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ)’র ২০২৩ সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। আইসিএসই (ICSE) পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছে মোট ৯ জন। তালিকায় আছে এ রাজ্যের একজনই। ৫০০’র মধ্যে ৪৯৯ পেয়ে পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিৎ মুখোপাধ্যায় সর্বভারতীয় মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে। ৪৯৮ নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় বাংলা থেকে দ্বিতীয় স্থান অধিকার করেছে ৫ জন। মেধাবী এই পড়ুয়ারা হল যথাক্রমে- পার্ক স্ট্রিটের অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের অনুরাগ নন্দী, মালদহের নর্থ পয়েন্ট স্কুলের তৃষা বেহানি, কলকাতার ডি পল স্কুলের শ্রেয়সী বিশ্বাস, জোকার বিবেকানন্দ মিশন স্কুলের সাবিক ইবন খান, গার্ডেন হাই স্কুলের আরণ্যক সেন। অপরদিকে, ৫০০’র মধ্যে ৪৯৭ নম্বর পেয়ে সর্বভারতীয় মেধাতালিকায় এ রাজ্যের ১৬ জন জায়গা করে নিয়েছে। সেই তালিকায় আছে পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের মেয়ে মহিকা দে (Mohika De)-ও। মহিকা শহরের বিদ্যাসাগর শিশু নিকেতনের (Vidyasagar Shishu Niketan) ছাত্রী। বাড়ি মেদিনীপুর শহরের শেখপুরা এলাকায় (আদি বাড়ি যদিও পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়)। মহিকা’র বাবা ও মা দু’জনই শিক্ষক।

স্কুলের অধ্যক্ষা চন্দা মজুমদারের সঙ্গে মহিকা:

পশ্চিম মেদিনীপুর জেলা তথা অবিভক্ত মেদিনীপুরের মধ্যে একমাত্র মহিকা-ই সর্বভারতীয় মেধাতালিকার ‘প্রথম তিনে’ জায়গা করে নিয়েছে। স্বাভাবিকভাবেই, রবিবার দুপুরের পর থেকেই খুশির হাওয়া মেদিনীপুর শহর জুড়ে। জেলা শহরের সুপ্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুল বিদ্যাসাগর শিশু নিকেতনের শিক্ষক-শিক্ষিকারাও উচ্ছ্বসিত। স্কুলের তরফে রবিবার বিকেলে সংবর্ধনা দেওয়া হয়েছে মহিকা সহ বিদ্যালয়ের সেরা পড়ুয়াদের। মহিকা (৪৯৭/৯৯.৪ শতাংশ) ছাড়াও বিদ্যাসাগর শিশু নিকেতনের আরও ৩ পড়ুয়া ৯৮ (৪৯০) শতাংশের বেশি নম্বর পেয়েছে। কৃতী এই পড়ুয়ারা হল যথাক্রমে- অন্বেষা মন্ডল (৯৮.৬ শতাংশ); পুষ্প পর্ণ নন্দী (৯৮.৬ শতাংশ) এবং প্রাঞ্জল ঘোষ (৯৮.২ শতাংশ)। এদিন, স্কুল চত্বরে মহিকা-কে ঘিরে সতীর্থদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, মহিকা’র বাবা মনোজ দে মেদিনীপুর শহরের উপকণ্ঠে নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক এবং মা কৃষ্ণা দে (মন্ডল) শহরের অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের রসায়নের শিক্ষিকা। তাঁদের দুই মেয়ে। ছোটো মেয়ে অগ্নিষ্কা বিদ্যাসাগর শিশু নিকেতনেরই চতুর্থ শ্রেণীর ছাত্রী। মহিকা জানিয়েছে, “প্রতিদিন প্রায় ১০ ঘন্টা পড়াশোনা করেছি। ভালো রেজাল্ট হবে ভেবেছিলাম। কিন্তু, এতটা ভালো হবে হয়তো আশা করিনি! এই রেজাল্টের জন্য সবথেকে বেশি কৃতিত্ব আমার মায়ের। তবে বাবা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং গৃহ শিক্ষকদের অবদানও অতুলনীয়।” মহিকা এও জানিয়েছে, “বড় হয়ে ডাক্তার হতে চাই। এখন থেকেই NEET- এর প্রস্তুতি নেওয়া শুরু করেছি। পড়াশোনার বাইরে নাচ আমার খুব প্রিয়।” মহিকা’র মা কৃষ্ণা দে (মন্ডল) বলেন, “মাদার্স ডে- তে মেয়ের কাছ থেকে এত ভালো উপহার পাবো আশা করিনি!”

বাবা, মা, বোন ও স্কুলের অধ্যক্ষার সঙ্গে মহিকা :

উল্লেখ্য যে, মেদিনীপুরের মহিকা ছাড়াও রাজ্যের আরও ১৫ জন পড়ুয়া সর্বভারতীয় মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে। ক্যালকাটা গার্লস স্কুলের ঐশী চক্রবর্তী, নিউ টাউন দিল্লি পাবলিক স্কুলের অঙ্কন রায়, সায়ন সেন, অহনা বন্দ্যোপাধ্যায়, বর্ধমানের ইস্ট ওয়েস্ট মডেল স্কুলের অন্তরা দা, নিউ টাউনের দিল্লি পাবলিক স্কুলের ডরোথি মজুমদার, পৈলান ওয়ার্ল্ড স্কুলের রৌনক সেন প্রমুখ মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে। জানা গেছে, ICSE-তে প্রথম তিনে এ রাজ্য থেকে রয়েছে ২২ জন। অন্যদিকে, আইএসসি (ISC) পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছে ৫ জন। তাদের মধ্যে এ রাজ্য থেকে রয়েছে ২ জন। আইএসসি বা দ্বাদশ শ্রেণীর মেধাতালিকায় প্রথম তিনে এ রাজ্য থেকে রয়েছে ১৮ জন। আইসিএসই (ICSE) পরীক্ষায় রাজ্য থেকে পাশের হার ৯৮.৭১ শতাংশ এবং আইএসসি (ISC) পরীক্ষায় রাজ্য থেকে পাশের হার ৯৬.৮৮ শতাংশ।

বিদ্যাসাগর শিশু নিকেতনের সফল পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকারা :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago