Railway

Vande Bharat Express: অপেক্ষার অবসান! হাওড়া-পুরী বন্দে ভারতের উদ্বোধনী দিনক্ষণ চূড়ান্ত, তৎপরতা তুঙ্গে খড়্গপুর ডিভিশনে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ মে: বাংলার দ্বিতীয় ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat Express)’র উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হল অবশেষে। আগামী ১৮ মে, বৃহস্পতিবার হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। সশরীরে উপস্থিত থেকে খড়্গপুর ডিভিশনের (Kharagpur Division) প্রথম বন্দে ভারতের উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী’র। এর আগে, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে সশরীরে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী। তবে, ১৮ মে খড়্গপুর ডিভিশনের পুরী স্টেশনে সশরীরে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। যেহেতু ওড়িশা রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস এটিই, তাই পুরী স্টেশনকেই রেলের তরফে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস:

এদিকে, উদ্বোধন ঘিরে প্রস্তুতি তুঙ্গে খড়্গপুর ডিভিশনের খড়্গপুর স্টেশনেও। উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে খড়্গপুর স্টেশনেও। প্রধানমন্ত্রীর হাত ধরে হাওড়া-পুরী ভায়া খড়্গপুর বন্দে ভারতের সূচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখানো হবে খড়্গপুর স্টেশনের ৫ ও ৬ নং প্ল্যাটফর্মে। এই বিষয়ে ডিভিশনের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার জানান, “সকাল ১১ট নাগাদ পুরী স্টেশনে অনুষ্ঠানের সূচনা হবে। সশরীরে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”

দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী, ট্রায়াল রানের সময়-সূচিকেই হাওড়া-পুরী বন্দে ভারতের জন্য চূড়ান্ত সময়-সূচি হিসেবে বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ, সকাল ৬টা ১০ মিনিট নাগাদ হাওড়া থেকে ছেড়ে বেলা ১২টা ৩৫ মিনিটে পুরী পৌঁছবে এই ট্রেন। ফের, দুপুর ১টা ৫০ মিনিট (বা, ১টা ৩০) নাগাদ পুরী থেকে ছেড়ে রাত্রি ৮টা ৩০ মিনিটে হাওড়া পৌঁছনোর কথা হাওড়া-পুরী রুটের সবথেকে দ্রুতগামী এই ট্রেনের। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াবে খড়গপুর, ভদ্রক, বালাসোর (বালেশ্বর), কটক, ভুবনেশ্বর ও খুরদা রোডে। ট্রেনটিতে থাকছে ১৪টি এসি চেয়ারকার। পাশাপাশি ২টি এক্সিকিউটিভ চেয়ারকার। ৫০০ কিলোমিটারের যাত্রাপথে মোটের উপর ট্রেনটির গড় গতি থাকতে পারে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ১৯মে থেকেই সাধারণ যাত্রীরা হাওড়া-পুরী বন্দে ভারতে সফর করতে পারবেন। খুব শীঘ্রই শুরু হবে রিজার্ভেশন বা আসন সংরক্ষণের প্রক্রিয়া।

ট্রায়াল রানের সময় সাধারণ মানুষের উন্মাদনা ছিল তুঙ্গে:

News Desk

Recent Posts

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

2 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

3 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

4 days ago

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…

5 days ago

Medinipur: মন্দারমণি থেকে অপহৃত পরিচালক উদ্ধার খড়্গপুরে! ‘ধন্যবাদ’ জানালেন জেলা পুলিশকে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টাকা-পয়সার লেনদেন জনিত কারণেই বৃহস্পতিবার ভর সন্ধ্যায়…

6 days ago

Midnapore: বেকসুর খালাস, ১৫ বছর পর ‘জেলমুক্ত’ ঝাড়গ্রামের দাপুটে মাওবাদী নেত্রী শোভা মুন্ডা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৫ জুলাই: ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কান্ডে…

7 days ago