National

AGNI-V Missile: বাংলার আকাশে রহস্যময় আলো! জানিয়ে দিল ‘ইন্ডিয়ান ডিফেন্স’ (Indian Defence)

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৫ ডিসেম্বর: বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে ৬ টা নাগাদ বাংলার আকাশে রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য ছড়ালো! বৃহস্পতিবার সন্ধ্যা (মূলত ৫.৪৫-৬ টা নাগাদ) আকাশে এমন এক আলো দেখা গিয়েছে, যা ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। কিছুটা ধূমকেতুর মতো এই আলো বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান বা উত্তর ২৪ পরগনা, সর্বত্রই দেখা গেছে। দেখা গেছে ওড়িশাতেও। অবশ্য, কিছুক্ষণের মধ্যেই এই রহস্যের উন্মোচন ঘটলো ‘ইন্ডিয়ান ডিফেন্স’ (Indian Defence) নিউজ সংক্রান্ত একটি ফেসবুক পেজের মাধ্যমে!

AGNI-V (5), pic courtesy- Indian Defence FB Page:

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজ্যের আকাশে যে রহস্যময় আলো দেখা গিয়েছে তা আসলে ‘অগ্নি-৫’ (AGNI-V/AGNI 5) মিসাইল (Missile) এর আলো বলে বিশেষজ্ঞদের ধারণা। কারণ, ঠিক ওই সময়ই ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ (Abdul Kalam Island, Odisha) থেকে ‘অগ্নি-৫ মিসাইল’ এর পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে বলে জানা গেছে। শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ সফল হয়েছে বলেও প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে। উল্লেখ্য যে, এর আগে অগ্নি-১, অগ্নি-২, অগ্নি-৩ এবং অগ্নি-৪ এর সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে। এবার, অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ-ও সফল হওয়ায় উচ্ছ্বসিত ভারতবাসী।

জানা গেল ইন্ডিয়ান ডিফেন্স পেজ থেকে:

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় সাফল্যের সঙ্গে নাইট ট্রায়াল (রাতের অন্ধকারে পরীক্ষা) শেষ করেছে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্র। যার পাল্লা ৫০০০ কিলোমিটারের বেশি। অন্ধকারেও শত্রুকে সঠিকভাবে নিশানা করে ক্ষেপণাস্ত্রটি এগিয়ে যেতে পারে কি না, সেটাই পরীক্ষা করে দেখা হয়েছে এদিন। জানা গিয়েছে, এই মিসাইলে আগের থেকে আরও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে, চীন সহ শত্রু দেশগুলিকে আরও কড়া বার্তা দিতে সক্ষম হল ভারত। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি অরুণাচল প্রদেশের তাওয়াং থেকে নতুন করে চীনের সঙ্গে সংঘাতের খবর প্রকাশ্যে এসেছে। সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। সেই আবহে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এমনই আলো ঘিরে দেখা দেয় রহস্য, পরে জানা যায় অগ্নি-৫ মিসাইলের সফল উৎক্ষেপণ সম্ভব হয়েছে:

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

11 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago