দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুলাই: জঙ্গলমহলকে সবুজে-সজীবে ভরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ হয়েছে ‘জঙ্গলমহল’ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সামাজিক সংগঠন থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস ও আদালত। সকলে ঐক্যবদ্ধ হয়ে যেন “সবুজের অভিযানে” নেমেছে। একবিংশ শতাব্দীর মানুষও যেন এতদিনে উপলব্ধি করতে পেরেছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের সেই লাইনগুলি- “চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান…আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার”! তাইতো, আজ প্রতিটি উৎসব-অনুষ্ঠানেই উপহারের ডালিতে ঠাঁয় পাচ্ছে সবুজ চারাগাছ। অন্যদিকে, ‘অরণ্য সপ্তাহ’কে সার্থক করে তুলতে আজ শুধু বনদপ্তরে কিংবা পরিবেশপ্রেমীরাই প্রতিশ্রুতিবদ্ধ নয়, আপামর জনসাধারণও প্রতিজ্ঞাবদ্ধ। রবিবারও বৃক্ষরোপণ উৎসবে মেতে উঠলো, পশ্চিম মেদিনীপুর দু’টি নতুন স্বেচ্ছাসেবী সংগঠন। ভাদুতলার সেচ্ছাসেবী সংগঠন “উদীয়মান” এবং মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন “ব্ল্যাক পার্ল”।

thebengalpost.in
অরণ্য সপ্তাহের কর্মসূচি :

রবিবার, “উদীয়মান” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে অনুষ্ঠিত হল, বৃক্ষরোপণ কর্মসূচি। ভাদুতলা প্রাথমিক বিদ্যালয়, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়, কুতুরিয়া জুনিয়ার হাইস্কুল সহ সংলগ্ন গ্রাম গুলিতে প্রায় ২০০ টি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত ছিলেন, বৃক্ষরোপণ কর্মসূচির বিশিষ্ট ব্যাক্তিত্ব তথা গোদাপিয়াশাল স্কুলের শিক্ষক মনিকাঞ্চন রায়, ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আমিতেশ চৌধুরী, ভাদুতলা প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা সোমা সেনগুপ্ত, কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাশু দে প্রমুখ। এদিনের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের সভাপতি দীপ রায়, সম্পাদক রূপম মুখার্জী, সহ সম্পাদক প্রশান্ত সিং সহ সকল সদস্যরা।

thebengalpost.in
বৃক্ষরোপণ :

অপরদিকে, “অরণ্য সপ্তাহ” উপলক্ষ্যে মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংগঠন “ব্ল্যাক পার্ল” আয়োজন করেছিল, বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি। রবিবার সকালে, মেদিনীপুর শহরের গোলকুঁয়ারচক এলাকায় পথ চলতি সাধারণ মানুষের হাতে ১০০ টি বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেদিনীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সমাজসেবী সৌরভ বসু। “ব্ল্যাক পার্ল” সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা এবং বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়। এছাড়াও, বৃক্ষের চারা তুলে দেওয়া হয়- বিভিন্ন থানা, বিদ্যালয় ও সরকারি প্রতিষ্ঠানের আধিকারিকদের হাতে।

thebengalpost.in
চারাগাছ বিতরণ :