দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ জুলাই: পশ্চিম মেদিনীপুর জেলার ১০টি বুথে আগামীকাল অর্থাৎ সোমবার হবে পুনর্নির্বাচন। জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক তথা নির্বাচনী আধিকারিক খুরশিদ আলী কাদেরী। ইতিমধ্যে, নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে বলে রবিবার সন্ধ্যায় জানিয়েছেন জেলাশাসক। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে- পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ও মোহনপুর ব্লকের ৩টি করে বুথে আগামীকাল পুনর্নির্বাচন হবে। এছাড়াও, সবংয়ের দু’টি বুথে এবং গড়বেতা ও মেদিনীপুর সদর ব্লকের একটি করে বুথে পুনর্নির্বাচন হতে চলেছে বলে জানা যায়।

thebengalpost.net
মেদিনীপুর কলেজিয়েট স্কুলের স্ট্রংরুম:

এই সমস্ত বুথে ছাপ্পা ভোট কিংবা নানা ধরনের অশান্তির অভিযোগ ছিল। বিষয়টি জেলা প্রশাসনের তরফে নিশ্চিত করার পরই নির্বাচন কমিশনের তরফে পুনর্নির্বাচনে সিলমোহর দেওয়া হয়েছে বলে জানা গেছে। যেমন, গড়বেতার কাষ্ঠগুড়া ১৩১ নম্বর বুথে তৃণমূলের ছাপ্পা-ভোটের প্রতিবাদে বিজেপির তরফে ব্যালট বাক্স ভাঙচুর করা হয় বলে অভিযোগ ছিল। ওই বুথে পুনর্নির্বাচন হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপস্থিতিতেই পুনর্নির্বাচন হতে চলেছে জেলার এই ১০টি বুথে। বুথগুলি হল যথাক্রমে- ১৩১ কাষ্ঠগুড়া প্রাথমিক বিদ্যালয় (গড়বেতা-১); ৭১ কাঠালিয়া প্রাথমিক বিদ্যালয় (নারায়ণগড়); ২৬১ গুড়দলা প্রাথমিক বিদ্যালয়, রুম নম্বর ২ (নারায়ণগড়); ২৬২ শীতাংশু বালিকা বিদ্যাপীঠ (নারায়ণগড়); ৪ নারগোদা প্রাথমিক বিদ্যালয় (মোহনপুর); ৫৫ রামপুরা প্রাথমিক বিদ্যালয়, রুম নম্বর ১ (মোহনপুর); রামপুরা প্রাথমিক বিদ্যালয়, রুম নম্বর ২ (মোহনপুর); ৯৫ উদয়পুর প্রাথমিক বিদ্যালয় (মেদিনীপুর সদর); ৫১ কানাইসোল প্রাথমিক বিদ্যালয় (সবং); ১০৪ আন্দুলিয়া ব্রহ্মচণ্ডী বোর্ড প্রাথমিক বিদ্যালয় (সবং)।

এদিকে, জেলা প্রশাসন তথা নির্বাচন কমিশনের তরফে এও জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় শনিবার সারা রাত্রি অবধি ভোট পড়েছে ৮২.৫৯ শতাংশ। এর মধ্যে, সর্বাধিক ভোট পড়েছে জঙ্গলমহল শালবনী ব্লকে। এই ব্লকে ৮৭.১৪ শতাংশ ভোট পড়েছে। কেশপুরে ভোট পড়েছে ৮২.৩৯ শতাংশ। সবথেকে কম ভোট পড়েছে দাসপুর-২ ব্লকে (৭১.২৮ শতাংশ)। কম ভোট পড়েছে মোহনপুর, ঘাটাল এবং দাসপুর-১ ব্লকেও (গড়ে ৭৬-৭৭ শতাংশ)। রবিবার শালবনী ব্লকের বিডিও প্রনয় দাস এবং আইসি গোপাল বিশ্বাস জানিয়েছেন, শনিবার রাত্রি বারোটা-একটা অবধি ব্লকের বিভিন্ন বুথে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ২-১টি বুথে ভোর তিনটেও বেজে গেছে বলে জানা যায়। এই সমস্ত বুথের ভোটার এমনিতেই অনেক বেশি (১২০০-১৩০০)। তার উপরে ভোট পড়েছে ৯০ শতাংশের বেশি। সেজন্যই গড়মাল, কাশীজোড়া, ভীমপুর, দেবগ্রাম অঞ্চলের কয়েকটি বুথে গভীর রাত পর্যন্ত ভোট-উৎসব অনুষ্ঠিত হয়েছে। এদিকে, উৎসবের মেজাজে ভোট হওয়ায় শাসক থেকে বিরোধী, সব দলই ফলাফল নিয়ে আশাবাদী!

thebengalpost.net
গভীর রাত অবধি লাইনে দাঁড়িয়ে ভোটাররা :