Paschim Medinipur News

West Midnapore: পঞ্চায়েত ভোটের ৯ দিন আগে বিজেপি বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুন: পঞ্চায়েত নির্বাচনের মাত্র ৯ দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলায় বিজেপি এক বুথ সভাপতির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল রাজ্য জুড়ে। বৃহস্পতিবার সকাল ১১টা-সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটে সবং ব্লকের ৯ নং বলপাই অঞ্চলের পনিথর ১৫৬ নং বুথে। মৃত ওই ব্যাক্তির নাম দীপক সামন্ত। বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ বাড়ির মধ্যে দীপক-কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। এরপরই, খবর দেওয়া হয় সবং থানায়। দেহ উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। মৃতের স্ত্রী বৈশালী সামন্তের অভিযোগ, “বিজেপি করে বলে আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে।” বিকেল নাগাদ ঘটনাস্থলে পৌঁছন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ, জেলা সভাপতি তন্ময় দাস প্রমুখ।

মৃতের স্ত্রীর সঙ্গে ভারতী ঘোষ:

পরিবার সূত্রে জানা যায়, এদিন আনুমানিক সকাল ১০টা পর্যন্ত স্বাভাবিক ভাবেই সকলের সাথে কথা বলেছে দীপক। সকাল ১১টার কিছুক্ষণ পর নিজের বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। জানা যায়, দীপকের স্ত্রী ছাড়াও একটি ২ বছরের সন্তান আছে। যদিও, পারিবারিক নানা কারণে তার স্ত্রী সম্প্রতি বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। তৃণমূলের তরফে তাই দাবি করা হয়েছে, দীপক মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছে। দীপকের মা ঊষা রানী সামন্ত’র অভিযোগ অনুযায়ী, তাঁর ছোট বৌমা অর্থাৎ দীপকের স্ত্রী বৈশালী সামন্ত এবং বড় বৌমা অর্থাৎ বৌদি সুষমা সামন্তের জন্যই তাঁর ছেলে আত্মহত্যা করেছে। তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছেন, “আমার বড় বৌমা (সুষমা সামন্ত) ও ছোট বৌমা (বৈশালী সামন্ত)’র দেওয়া মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে, আমার ছোট ছেলে দীপক সামন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করছি।” তবে, দীপকের স্ত্রী বৈশালী খুনের অভিযোগ এনেছেন একাধিক তৃণমূল নেতাকর্মী সহ ২০ জনের বিরুদ্ধে। সন্ধ্যা সাতটা নাগাদ তিনি সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ ২০ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি।

উল্লেখ্য যে, মৃত দীপক সামন্ত পানিথর বুথের বিজেপির বুথ সভাপতি ছিলেন। বিজেপি নতৃত্বের অভিযোগ, বিজেপি করার অপরাধে বিধানসভা নির্বাচনের পর স্থানীয় তৃণমূলের নেতৃত্বের নির্দেশে দীপককে এলাকা থেকে বয়কট করা হয়েছিল। এমনকি প্রায় দুই বছর তার নিজের জমিতে চাষবাস করাও বন্ধ করে দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। কিছুদিন আগে অবশ্য সেই বয়কট তুলে নেওয়া হয়। বিজেপি নেতৃত্বের আরও অভিযোগ, এবারের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে সবংয়ের ৯ নং বলপাই অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে দীপককে একাধিকবার খুনের হুমকি দেওয়া হয়েছিল। তাঁর স্ত্রীকে সাদা থান পরানোর হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। বৃহস্পতিবার সকালে দীপকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যে তাই রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপির সর্বভারতীয় মুখপাত্র ভারতী ঘোষ জানিয়েছেন, “এর আগে, বিজেপি করার অপরাধে ওকে দু’বছর ধরে বয়কট করে রাখা হয়েছিল। নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই ওকে খুনের হুমকি দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শেষমেষ ওক মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এই খুনের সঠিক বিচার চাই। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে।” অভিযোগ অস্বীকার করে জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি জানিয়েছেন, “তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই ওকে খুন করতে যাবে। ওখানে বিজেপির কোনো অস্তিত্বই নেই। পারিবারিক ও মানসিক অবসাদের কারণে আত্মহত্যার ঘটনাকে খুন বলে চালাতে চাইছে বিজেপি। পুলিশ তদন্ত করলেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।” জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। ময়নাতদন্তের পর বিষয়টি আরো স্পষ্ট হবে। তবে, সমস্ত বিষয় এবং অভিযোগ খতিয়ে দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।”

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

3 weeks ago