দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১১ জুলাই: দুর্নীতি, কর্মসংস্থান সহ একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও জঙ্গলমহল সহ গ্রামবাংলা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রীতেই ভরসা রাখলো! পঞ্চায়েত নির্বাচনে এখনো পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী জেলা এবং রাজ্যের বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলেই থাকছে। জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও প্রতিটি ব্লকেই তৃণমূলের জয়জয়কার। হাতে গোনা দু-একটি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে। তবে, বেশ কিছু গ্রাম পঞ্চায়েত আসন বিজেপি ছাড়াও সিপিআইএম, কংগ্রেস এবং নির্দলরা দখল করেছে। এর মধ্যে, শালবনীতে কুড়মিরা ৭টি গ্রাম পঞ্চায়েত আসনে (৪নং বাঁকিবাঁধ অঞ্চলে ৬টি এবং ৩নং শালবনীতে ১টি) জয়ী হয়েছে। এদিকে, তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ নেতা-কর্মী-সমর্থকেরা এই জয়কে আসলে লক্ষ্মীর ভান্ডারের জয় হিসেবেই চিহ্নিত করতে চাইছেন!

thebengalpost.net
লক্ষ্মীর ভান্ডারের জয়-জয়জয়কার:

এখনো পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী:
*ঘাটাল মহকুমা*
মোট গ্রাম পঞ্চায়েত ৪৮ || তৃণমূল: ৪৩, বিজেপি ৪, টাই ১
•দাসপুর-১ ব্লকের ১০ টি গ্রামপঞ্চায়েতের মধ্যে তৃণমূল ১০টি, অন্যান্য ০
•দাসপুর-২ ব্লকের ১৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল ১৩, বিজেপি ১ (রানিচক)
•ঘাটাল ব্লকের ১২টি গ্রামপঞ্চায়েতের মধ্যে তৃণমূল ৯, বিজেপি ৩ ( সুলতানপুর, ইড়পালা, মনোহরপুর১)
•চন্দ্রকোণা-১ ব্লকের ৬টি গ্রামপঞ্চায়েতের মধ্যে তৃণমূল ৬, অন্যান্য ০
•চন্দ্রকোণা-২ ব্লকের ৬টি গ্রামপঞ্চায়েতের মধ্যে তৃণমূল ৫, টাই ১ (বান্দিপুর-১ জিপিতে তৃণমূল ৭, বিজেপি ৭ সিপিএম ১)।

শালবনী ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের ৯টি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করেছে। ১টি (৫নং লালগড়িয়া) বিজেপি দখল করেছে (৮-৭)। কেশিয়াড়ির ৯’টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৮টি দখল করতে চলেছে তৃণমূল। একটিতে এগিয়ে বিজেপি। এখনো গণনা চলছে। কেশপুর, মেদিনীপুর সদর ব্লক, দাঁতন (১ ও ২), গড়বেতা (১ ও ৩), পিংলা-তে সবকটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস দখল করতে চলেছে। গড়বেতা-২, সবং, ডেবরা, মোহনপুর, খড়্গপুর গ্রামীণ (১ ও ২), নারায়ণগড়ে বেশ কিছু গ্রাম পঞ্চায়েত আসন বিরোধীরা (বিজেপি/ সিপিআইএম কিংবা কংগ্রেস দখল করেছে। তবে, গ্রাম পঞ্চায়েতগুলি তৃণমূল কংগ্রেসের দখলেই থাকতে চলেছে। ডেবরার ৩টি গ্রাম পঞ্চায়েত আসন বিরোধীরা দখল করতে চলেছে। ১১টি দখলে থাকছে শাসকদল তৃণমূল কংগ্রেসের। বিকেল সাড়ে তিনটা নাগাদ বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতির আসনের ভোট-গণনা শুরু হয়েছে। তারপর শুরু হবে জেলা পরিষদের ভোট-গণনা।

thebengalpost.net
তৃণমূলের দখলেই বেশিরভাগ গ্রাম পঞ্চায়েত :