thebengalpost.net
গ্রেফতার করা হল এক আন্তরাজ্য চোরকে:

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: শুধু পশ্চিমবঙ্গ নয়; ঝাড়খণ্ড, কেরালা, তামিলনাড়ু সহ দেশের বিভিন্ন রাজ্য জুড়ে চলত চুরির কারবার! সারা দেশের ‘মোস্ট ওয়ান্টেড’ গ্যাং। চুরির ‘টার্গেট’ বা লোকেশন ঠিক করা হত গুগল আর্থ (Google Earth) অ্যাপের সাহায্যে। মূলত টার্গেট করা হত কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত অভিজাত এলাকা বা আবাসনগুলিকেই! ঠিক সেভাবেই বেছে নেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে অবস্থিত শালবনী টাঁকশালের আবাসন বা BRBNMPL টাউনশিপ-কে। প্রথম টার্গেটেই ব্যাপক সাফল্যও এসেছিল! ২০২৩ সালের ২১ ডিসেম্বর ভোররাতে প্রায় বিনা বাধায় তালা ভেঙে ৭টি ‘ফাঁকা’ বাড়ির নগদ টাকা-পয়সা আর গয়না ‘ফাঁকা’ করে দিয়েছিল দুষ্কৃতীরা তথা ‘কুখ্যাত’ ওই গ্যাংয়ের সদস্যরা! ঠিক দু’মাস পর, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ভোর রাতেও টাউনশিপের ৭টি ‘ফাঁকা’ বাড়ি থেকে টাকা-পয়সা আর গয়না লুট করে নিয়ে গিয়েছিল ওই গ্যাং-ই। তবে, এবার আবাসিকরা সাবধান হয়ে যাওয়ায় টাকা-পয়সা, গয়নার পরিমাণ আগের তুলনায় অনেকটাই কম ছিল! এদিকে, কেন্দ্রীয় বাহিনী (CISF) পরিবেষ্টিত এত হাই-সিকিওরিটি জোনে পর পর দু’বার একই কায়দায় চুরির ঘটনায় উত্তাল হয়েছিল BRBNMPL টাউনশিপ! শেষ পর্যন্ত, ঘটনার মোটামুটি একমাসের মাথায় চুরির কিনারা করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

thebengalpost.net
১৫ ফেব্রুয়ারি (২০২৪)-র ছবি:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

জেলা পুলিশের তদন্তকারী দলের একটি সূত্রে সম্প্রতি জানা গেছে, মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ জেলা পুলিশ জানতে পারে মধ্যপ্রদেশের একটি আন্তরাজ্য গ্যাং-ই রয়েছে এই চুরির নেপথ্যে! শুধু পশ্চিম মেদিনীপুরের শালবনী টাঁকশাল নয়; মুর্শিদাবাদের সাগরদিঘী, পুরুলিয়ার রঘুনাথপুর, বাঁকুড়ার মেজিয়া থেকে শুরু করে ঝাড়খণ্ড, ওড়িশা, কেরালা, তামিলনাড়ু সহ বিভিন্ন এলাকাতেও এই দলটিই দাপিয়ে চুরি করে বেড়িয়েছে! এরপরই, জেলা পুলিশের তরফে DSP অপারেশনের নেতৃত্বে একটি টিম তৈরী করা হয়। এই দলে ছিলেন শালবনী থানার তদন্তকারী অফিসারও। তাঁরাই মার্চের মাঝামাঝি নাগাদ মধ্যপ্রদেশের ধর জেলা থেকে কুখ্যাত ওই গ্যাংয়ের অন্যতম মাথা দীনেশ আনাড়ে-কে পাকড়াও করে নিয় আসে ট্রানজিট রিমান্ডে। এরপর, ধৃত দীনেশ-কে BRBNMPL আবাসনেও নিয়ে যান তদন্তকারীরা! পরে দীনেশের প্রথমে পুলিশ হেফাজত এবং পরে জেল হেফাজত হয়। বর্তমানে, দীনেশ মেদিনীপুর সেন্ট্রাল জেলে বন্দী। জেলা পুলিশের একটি সূত্রে জানা গেছে, ওই গ্যাংয়ের বাকিদের খোঁজে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সহ ভিন জেলা ও ভিন রাজ্যের পুলিশও তল্লাশি চালাচ্ছে। তবে, এখনও কেন দীনেশের সঙ্গী সাথীদের পাকড়াও করা গেল না? কিংবা, চুরি যাওয়া গয়নাগাটি বা টাকা-পয়সার পিছুটা হলেও উদ্ধার করে গেল না? ইতিমধ্যেই এসব প্রশ্ন তুলেছেন টাউনশিপের আবাসিকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসিক বুধবার বলেন, “এই দীনেশ যে সত্যি সত্যিই BRBNMPL টাউনশিপের চুরির সঙ্গে যুক্ত, তা আমরা বিশ্বাস করব কি করে? এতদিন পরেও কেন ওর একজন সঙ্গী-সাথীকেও পাকড়াও করা গেল না? চুরি যাওয়া কিছুই তো উদ্ধার হলো না! তাহলে পুলিশের সাফল্য বলব কি করে? আর সবথেকে বড় কথা, মধ্যপ্রদেশের চোর নাহয় google আর্থের সাহায্যে লোকেশন ঠিক করত; কিন্তু ঠিক যে দিনগুলোতেই আবাসনের বাড়িগুলি ফাঁকা থাকত, তা ওরা মধ্যপ্রদেশে বসে জানতো কি করে? আমরা তো নিশ্চিত ওদের কোনও ইনফর্মার ছিল। তাকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। আমরা তাই এখনও বিশ্বাস করতে পারছিনা!” অন্যদিকে, তদন্তকারীদের একটি সূত্রে বলা হয়েছে, মূলত অভিজাত আবাসনগুলি, যেখানে উচ্চ বেতনের চাকুরিজীবী বা আধিকারিকরা একসঙ্গে থাকেন; এই গ্যাং সেই সমস্ত জায়গাগুলিকেই গুগল আর্থের সাহায্যে টার্গেট করত। সেই হিসেবেই ভাড়া গাড়িতে করে মধ্যপ্রদেশ থেকে পৌঁছে গিয়েছিল শালবনী টাঁকশাল (BRBNMPL) আবাসনেও! আসার পর যে বাড়িগুলি তালাবন্দী দেখেছে, সেখানেই তালা ভেঙে চুরি করেছে। যদিও, আবাসিকদের মতে, সবটাই কেমন যেন ‘ধোঁয়াশা‘!

thebengalpost.net
গ্রেফতার করা হল এক আন্তরাজ্য চোরকে: