Paschim Medinipur

Medinipur: মাসের শেষে অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ লক্ষ টাকা, গায়েব পরের দিনই! বিক্ষোভ-অবরোধ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের; ব্যাখা দিলেন BDO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ নভেম্বর: মাসের শেষে হঠাৎই স্বনির্ভর গোষ্ঠীর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে (Credited) লক্ষ লক্ষ টাকা। তবে, তার পরের দিনই অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে হচ্ছে সেই টাকা! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে বুধবার (৬ নভেম্বর) পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ৪নং বাঁকিবাঁধ অঞ্চলের সুন্দরা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ঘেরাও করে বিক্ষোভ দেখান ওই অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। সেই সঙ্গে ৬০নং জাতীয় সড়কও অবরোধ করা হয়। এদিন দুপুর থেকে বিকেল অবধি দফায় দফায় বিক্ষোভ-অবরোধে উত্তাল হয়ে ওঠে এলাকা। ঘটনার খবর পেয়েই শালবনী থানার IC দেবাশীষ চক্রবর্তীর নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছন শালবনীর বিডিও রোমান মণ্ডলও। বিক্ষোভকারীদের সঙ্গে বেশ কয়েক দফায় আলোচনার পর বিকেল নাগাদ বিক্ষোভ-অবরোধ ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তার আগে পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনের দায়িত্বে আসা আধাসেনাও নামাতে হয় এদিন।

বিক্ষোভ মহিলাদের:

Advertisement (বিজ্ঞাপন):
বিজ্ঞাপন (Advertisement):

এদিকে, শালবনী ব্লকের সুন্দরায় অবস্থিত ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের (SBI) সৈয়দপুর শাখার বিরুদ্ধে তাঁদের হকের টাকা তুলে নেওয়ার অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তাঁরা বলেন, গত মাসের শেষে বিভিন্ন গোষ্ঠীর সেভিংস অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা ক্রেডিট হওয়ার পরের দিনই সেই টাকা কেটে নিয়েছে ব্যাঙ্ক। ‘সেলারি ক্রেডিট’ হিসেবে জমা পড়ার পরও, ব্যাংক কেন অন্যায় ভাবে তাঁদের হকের টাকা তুলে নেবে? এমনই অভিযোগ তুলে, বুধবার দুপুর নাগাদ ব্যাঙ্ক ম্যানেজারের কাছে ঘটনার সদুত্তর চেয়ে জমায়েত করেন স্বনির্ভর গোষ্ঠীর কয়েক হাজার মহিলা। ব্যাঙ্ক ম্যানেজারের কাছে কোন উত্তর না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করেন এলাকার মহিলারা। পরে IC ও BDO-র হস্তক্ষেপে অবরোধ ওঠে। বিকেল নাগাদ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বিডিও রোমান মণ্ডল। তারপরই আন্দোলন প্রত্যাহার করে নেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন সন্ধ্যায় শালবনীর বিডিও রোমান মণ্ডল জানান, “প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীর দু’টি করে অ্যাকাউন্ট। একটি সিসি (Cash Credit Ac/ ক্যাস ক্রেডিট) অ্যাকাউন্ট এবং অন্যটি সেভিংস অ্যাকাউন্ট। প্রতিটি গোষ্ঠীর জন্য যে পরিমাণ টাকা বরাদ্দ হয়, তা প্রথমে ঢোকে সিসি অ্যাকাউন্টে। এবার কোনও স্বনির্ভর গোষ্ঠী ওই পরিমাণ টাকা থেকে তাঁদের প্রয়োজন অনুযায়ী লোন নেয়। সেই লোনের টাকা সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। ওই টাকার উপরই তাঁদের সুদ দিতে হয়। বাকি টাকা সিসি অ্যাকাউন্টে থেকে যায়, যে টাকার জন্য কোনও সুদ দিতে হয়না। RBI-র সাম্প্রতিক নিয়ম অনুযায়ী, সিসি অ্যাকাউন্টে থাকা লোনের অতিরিক্ত টাকা মাসের শেষে সেভিংস অ্যাকাউন্টে নিয়ে যাওয়া হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সুরক্ষার কথা ভেবেই। তবে, পরের দিনই অর্থাৎ নতুন মাসের শুরুতেই ওই টাকা ফের সিসি অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়। এই বিষয়টাই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বুঝতে না পেরে এদিন বিক্ষোভ দেখিয়েছেন।” পুরো বিষয়টি একটি মিটিং করে তাঁদের বুঝিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন বিডিও।

পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও আধাসেনা:

বিজ্ঞাপন (Advertisement):
বিজ্ঞাপন (Advertisement):
News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago