thebengalpost.in
সম্মানিত IPS দীনেশ কুমার (Shri Dinesh Kumar) :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ আগস্ট: পুলিশ আধিকারিক হিসেবে ‘অসামান্য’ (Outstanding) ও ‘প্রশংসনীয়’ (Commendable) ভূমিকা-র জন্য ৭৫ তম স্বাধীনতা দিবসের (১৫ অগাস্ট, রবিবার) দিনই পুরস্কৃত হলেন রাজ্যের ১০ জন উচ্চ পদস্থ পুলিশকর্তা (আইপিএস অফিসার/IPS OFFICER)। “মেডেল” পরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তাঁদের সম্মানিত করলেন। সেই তালিকায় ছিলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার (SP) দীনেশ কুমার-ও। মুখ্যমন্ত্রী তাঁকে “চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস” (Chief Minister’s Police Medal for Commendable Service) পুরস্কারে সম্মানিত করলেন। উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১০ আগস্ট) রাজ্যের স্বরাষ্ট্র দফতরের পক্ষ বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের ৩ জন শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিককে “চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস” (Chief Minister’s Police Medal for Outstanding Service) পুরস্কার এবং ৭ জন পুলিশ আধিকারিককে “চিফ মিনিস্টার পুলিশ মেডেল ফর কমান্ডেবল সার্ভিস” (Chief Minister’s Police Medal for Commendable Service) পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছিল। সেই ৭ জনের তালিকায় ছিলেন দুই মেদিনীপুরের দুই পুলিশ সুপার যথাক্রমে- অমরনাথ কে. (পূর্ব মেদিনীপুর) এবং দীনেশ কুমার (পশ্চিম মেদিনীপুর)। তাঁদের এই সম্মান অর্জনে দুই মেদিনীপুরের পুলিশ মহল যে “গর্বিত”, তা বলাই বাহুল্য!

thebengalpost.in
সম্মানিত IPS দীনেশ কুমার (Shri Dinesh Kumar) :

thebengalpost.in
পতাকা উত্তোলন করলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল (Dr. Rashmi Kamal) :

অপরদিকে, যথাযোগ্য মর্যাদায় পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয়ে পালিত হল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। ১৫ ই আগস্ট সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক ড. রশ্মি কমল। প্রসঙ্গত, জেলা পুলিশ সুপার দীনেশ কুমার কলকাতার রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকায়, এই অনুষ্ঠানে তিনি ছিলেন না। রবিবার কুচকাওয়াজের অনুষ্ঠান না হলেও, রীতি মেনে সুসজ্জিত জেলা পুলিশ বাহিনীর কাছ থেকে অভিবাদন গ্রহণ করেন জেলাশাসক ডঃ রশ্মি কমল এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) অম্লান কুসুম ঘোষ। মর্যাদাপূর্ণ এই অনুষ্ঠানে সকল অতিরিক্ত জেলা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার এবং প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। জেলাশাসক তাঁর বক্তৃতায় বিভিন্ন ক্ষেত্রে জেলার সাফল্যের খতিয়ান তুলে ধরার সাথে সাথে, এক “উন্নততর জেলা গঠনের” শপথ গ্রহণ করেন। এরপর, তিনি পুরস্কার তুলে দেন বিভিন্ন ক্ষেত্রে সফলদের হাতে। গ্রামোন্নয়নের ক্ষেত্রে জাতীয় স্তরে পুরস্কৃত হওয়া শালবনী পঞ্চায়েত সমিতি ও ২ টি গ্রাম পঞ্চায়েতকে সংবর্ধনা দেওয়া হয়। টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণ কারী প্রণতি নায়েকের পরিবারের হাতেও পুরস্কার তুলে দেন জেলাশাসক ডঃ রশ্মি কমল।

thebengalpost.in
অভিবাদন গ্রহণ :

thebengalpost.in
অনুষ্ঠান :