দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর ও হুগলি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার হচ্ছে। ঘাটাল মহকুমা পুলিশের কাছে বেশ কয়েকদিন ধরেই খবর আসছিল। শুক্রবার রাতে বিশ্বস্ত সূত্রে একেবারে ‘পাক্কা খবর’ পৌঁছতেই এসডিপিও দুর্লভ সরকার এবং ওসি অঞ্জনি তেওয়ারির নেতৃত্বে দাসপুর থানার পুলিশ দুই জেলার সীমান্ত এলাকা চাঁইপাটে একেবারে ওঁত পেতে বসে থাকেন। তিন যুবক ব্যাগ নিয়ে পৌঁছতেই ঝাঁপিয়ে পড়েন পুলিশকর্মীরা। আটক করা হয় তিন যুবককে। খবর দেওয়া দাসপুর-২ এর বিডিও প্রবীর কুমার শীটকে। তাঁর উপস্থিতিতেই খোলা হয় ব্যাগ! ঝোলা থেকে একে একে বেরিয়ে আসে ‘বিড়াল’, মানে নিষিদ্ধ কাফ সিরাপের বোতল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতেই গ্রেপ্তার করা হয় তিন জনকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের তিনজনের নাম যথাক্রমে- জয়মাল্য পাল, সৈকত মাইতি ও প্রসেনজিৎ জানা। ধৃতরা দাসপুর থানার সামাটবেড়িয়া, কলোড়া ও যদুপুরের বাসিন্দা। ধৃতদের বয়স ২০-২৫’এর মধ্যে। পুলিশের অনুমান, এই তিন যুবক শুধুমাত্র পাচারকারী হিসেবে কাজ করতেন। আন্তঃজেলা মূল পাচারচক্রীদের খোঁজে ইতিমধ্যেই তদন্তে নেমেছে দাসপুর থানা তথা ঘাটাল মহকুমা পুলিশ। এসডিপিও দুর্লভ সরকার বলেন, “এই এলাকাটি একটি সীমান্তবর্তী এলাকা। দীর্ঘদিন ধরেই এই এলাকা দিয়ে ফেনসিডিল জাতীয় নিষিদ্ধ কাফ সিরাপ বা বিভিন্ন ধরনের মাদক পাচার হচ্ছে বলে আমাদের কাছে খবর আছে। সেইমতোই এদিন পাক্কা খবর পৌঁছতেই আমরা হানা দিই। ওদের কাছ থেকে তিন ব্যাগ নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।” ওসি অঞ্জনি তেওয়ারি বলেন, আজ (শনিবার) দুপুরে আদালতে পেশ করে হেফাজতে (পুলিশ হেফাজতে) নেওয়ার আবেদন জানানো হবে। ওদের জিজ্ঞাসাবাদ করেই মূল-মাথাদের পাকড়াও করার চেষ্টা করা হবে।










