দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: ২০১৯ সালের ২৯ অগাস্ট নিউ দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে “ফিট ইন্ডিয়া মুভমেন্ট” শুরু করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মিশনের প্রধান উদ্দেশ্য হল দেশের মানুষদের সুস্থ এবং সবল থাকার জন্য তাঁদের দৈনন্দিন জীবনে “ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ” এবং “স্পোর্টস”-এর মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করা। আর এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই নেহেরু যুব কেন্দ্র এবং দশগ্রাম সম্মিলিত সংঘের যৌথ উদ্যোগে মহাসমারোহে সম্পন্ন হল “ডিস্ট্রিক্ট লেভেল ফিটনেস ক্লাব স্পোর্টস মিট”।
দু’দিন ব্যাপী এই আয়োজন সম্পন্ন হয় দশগ্রামের কাচারী বাগানে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, জেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়েরা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এখানে। পুরুষদের ফুটবল থেকে শুরু করে লং জাম্প, সাইক্লিং এবং মহিলাদের জন্য ভলিবল, ব্যাডমিন্টন, ২০০ মিটার রেস ও হকির মতো খেলাগুলি সম্পন্ন হয়। এদিকে, রাজ্য এবং জাতীয় স্তরের মহিলা হকি খেলোয়াড়েরা অংশগ্রহণ করেছিলেন হকি টুর্নামেন্টে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই “ডিস্ট্রিক্ট লেভেল ফিটনেস ক্লাব স্পোর্টস মিট”-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবং থানার ওসি চঞ্চল সিংহ। এছাড়াও, সবং পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ উত্তম দাস অধিকারী সহ সবং পঞ্চায়েত সমিতির সদস্যা বৈশাখী বর্মন, দশগ্রাম ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঊষারানী বর্মন বাগ, দশগ্রাম ৪ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা রুম্পা মন্ডল ঘোড়াই এবং সমাজসেবী অতনু সিংহ উপস্থিত ছিলেন। এদিকে, এই সামগ্রিক আয়োজনে প্রত্যেকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুষ্ঠুভাবে বিষয়টি সম্পন্ন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের নেহেরু যুব কেন্দ্রের ডিস্ট্রিক্ট ইউথ অফিসার সাথী রায় এবং দশগ্রাম সম্মিলিত সংঘের সম্পাদক সুখেন্দু পন্ডা।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…