Examination

Midnapore: কেউ হারিয়েছে বাবা-মা’কে, কেউ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে! উচ্চ মাধ্যমিক দিচ্ছে মেদিনীপুরের সরকারি হোমের পাঁচ ‘সাহসিনী’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ মার্চ: সব ‘বাধা’ জয় করে উচ্চ মাধ্যমিক দিচ্ছে পশ্চিম মেদিনীপুরের সরকারি হোমের (বিদ্যাসাগর বালিকা ভবনের) পাঁচ ‘সাহসিনী’। তাদের মধ্যে কেউ শৈশবেই হারিয়েছে বাবা-মা’কে। আবার কাউকে ফেলে রেখে চলে গেছে পাষাণ হৃদয়ের পাষাণ হৃদয়ের জন্মদাতা-জন্মদাত্রীরা। জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে রাঙামাটি এলাকায় অবস্থিত সরকারি হোম ‘বিদ্যাসাগর বালিকা ভবন’-এই ওরা বড় হয়েছে। জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, ওদের উদ্ধার করা হয়েছিল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের বিভিন্ন এলাকা থেকে। শৈশব থেকে হোমেই ওরা লড়াই করে বড় হয়েছে। মন দিয় পড়াশোনাও করেছে। শুধুই কি পড়াশোনা? নাচ, গান, আবৃত্তি থেকে হস্তশিল্পেরও তালিম নিয়েছে ওরা।

জঙ্গলপথে ঐরাবত:

বিজ্ঞাপন (Advertisement):

ওরা পাঁচজনই রাঙামাটি কিরণময়ী উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী। পরীক্ষাকেন্দ্র মেদিনীপুর শহরের বিদ্যাসাগর বিদ্যাপীঠ। ‘পঞ্চকন্যা’ জানিয়েছে, তারা কঠোর পরিশ্রম করেছে। আশাবাদী, ফল ভালো হবে। বাংলা পরীক্ষা ভালো হয়েছে বলেও তারা জানায়। এও জানাতে ভোলেনি, হোমের সকলের জন্যই তারা আজ এত দূর অবধি পৌঁছতে পেরেছে। প্রশাসনের তরফে তাদের জন্য টিউশনের ব্যবস্থাও করা হয়েছিল বলে জানিয়েছে পঞ্চকন্যা। হোম কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাঁচ জনের মধ্যে সোনালী ও রূপালী (নাম পরিবর্তিত) সম্পর্কে দুই বোন। শৈশবেই তাদের বাবা-মা দুই বোনকে ছেড়ে চলে যায়। প্রতিবেশী এক বৃদ্ধ তাদের দেখাশোনা করতেন। ঘটনাটি পশ্চিম মেদিনীপুরেরই একটি এলাকার। পরে প্রশাসনের আধিকারিকরা দুই বোনকে উদ্ধার করেন। দু’জনই বড় হয়ে শিক্ষিকা হতে চায়। সোনালীর প্রিয় বিষয় রাষ্ট্রবিজ্ঞান হলেও রূপালীর প্রিয় বিষয় দর্শন। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির সোনামণি (নাম পরিবর্তিত) শৈশবেই তার বাবা-মা’কে হারায়। ঠাঁই হয় মেদিনীপুর শহরের সরকারি হোমে। বড় হয়ে সে সিআইডি অফিসার হতে চায়। ঝাড়গ্রাম থেকেই উদ্ধার করা হয় বর্ষাকেও (নাম পরিবর্তিত)। খুব অল্প বয়সে তার বাবা-মা মারা যাওয়ার পর প্রশাসনের আধিকারিকরা তাকে উদ্ধার করেন। বর্ষার ইচ্ছে বড় হয়ে যোগা শিক্ষক হওয়ার। পুরুলিয়ার প্রত্যন্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় চন্দ্রিমা (নামপরিবর্তিত)-কে। তার প্রিয় বিষয় নিউট্রেশন। পড়াশোনা শেষ করার পর চন্দ্রিমা পুলিশ বাহিনীতে যোগ দিতে চায়। পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়া বলেন, “আমাদের এই হোম থেকে এবার পাঁচজন কিশোরী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে। ওদের সমস্ত ধরনের সহযোগিতা করা হয়েছে। ওদের ফল ভালো হবে বলে আশা করছি।”

অন্যদিকে, গোটা রাজ্যের মতই পশ্চিম মেদিনীপুর জেলাতেও এবার কমেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় ১৩ হাজার। ২০২৪ সালে জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল ৪০,৯৪৪ (ছাত্র ১৮,২০৭ এবং ছাত্রী ২২,৭৩৭)। প্রায় ১৩ হাজার কমে জেলায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ২৭,৯৬৭। এমনটাই জানিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। কিন্তু, এই বিপুলসংখ্যক পরীক্ষার্থী কমে যাওয়া নিয়ে বাজারে যে সমস্ত খবর রটছে তা ঠিক নয় বলে জানিয়েছেন জেলাশাসক এবং জেলার বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) স্বপন সামন্ত। ডিআই (সেকেন্ডারি) স্বপন সামন্ত এর সঠিক ব্যাখ্যা দিয়ে জানিয়েছেন, “২০১৭ সালে পঞ্চম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার অধিকার আইন মেনে পর্ষদের তরফে তথা শিক্ষা দফতরের তরফে নতুন নিয়ম জারি করা হয়েছিল। ওই বছর ৫+ (ফাইভ প্লাস)-র পরিবর্তে বয়স ৬+ (সিক্স প্লাস) হলে, তবেই ভর্তি নেওয়া হয়েছিল পঞ্চম শ্রেণীতে। সেই সঙ্গে বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছিল ভর্তির ক্ষেত্রে। ফলে ওই বছরই গোটা রাজ্যজুড়ে পঞ্চম শ্রেণীতে কয়েক লক্ষ ছাত্রছাত্রী কমে গিয়েছিল এক ধাক্কায়। বয়স কম হওয়ার কারণে ওই ছাত্রছাত্রীরা পরের বছর পঞ্চম শ্রেণীতে ভর্তি হয়েছিল। আর ২০১৭ সালের ওই পঞ্চম শ্রেণীর ব্যাচই এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে। এরা ২০২৩ সালে যখন মাধ্যমিক দিয়েছিল, সেবারও কয়েক লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী কমে গিয়েছিল রাজ্যে। স্বাভাবিকভাবেই জেলাতেও কয়েক হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কমেছে এবার।” ডিআই-কে সমর্থন করে ঠিক একই কথা জানিয়েছেন প্রধান শিক্ষকদের একটি সংগঠনের জেলা সভাপতি ড. অমিতেশ চৌধুরী। ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. চৌধুরী বলেন, “২০১৭ সালের ওই ব্যাচই এবার উচ্চ মাধ্যমিক দিচ্ছে। তাই পরীক্ষার্থ কমেছে। ডিআই একদম সঠিক কথাই বলেছেন। পরের বছর আবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যাবে।” ‘স্কুল ছুট’ নিয়ে তিনি বলেন, “স্কুল ছুট হচ্ছে ঠিক, কিন্তু সেটা খুবই কম।” উচ্চ মাধ্যমিকের জেলা মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক সুদীপ্ত মাইতি ও রামজীবন মাণ্ডি বলেন, “স্কুলছুটের জন্য নয়, ২০১৭ সালে বয়সের ক্ষেত্রে যে পরিবর্তন আসে, সেই কারণেই জন্যই উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী সংখ্যা কমেছে।”

বিদ্যাসাগর বালিকা ভবন:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

1 day ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

5 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago