Sports

Annual Sports: প্রাথমিকের রাজ্য ক্রীড়ায় চ্যাম্পিয়ন হুগলি! প্রশংসা কুড়োল আয়োজক পশ্চিম মেদিনীপুর, সোমবার জেলায় ছুটি ঘোষণা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ মার্চ: ১৭ বছর পর প্রাথমিকের রাজ্য ক্রীড়া আয়োজনের সুযোগ পেয়েছিল পশ্চিম মেদিনীপুর। শুক্রবার শালবনীর নেতাজী সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে দু’দিন ব্যাপী এই রাজ্য ক্রীড়ার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সর্বাঙ্গসুন্দর আয়োজনের জন্য তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে। শনিবার সন্ধ্যায় এই প্রতিযোগিতা তথা ক্রীড়া উৎসবের শুভ সমাপ্তি ঘোষনা করেন পর্ষদের সভাপতি গৌতম পাল। ২৪টি জেলার (কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ ২৫) প্রায় ৮৫০ জন শিশু শিক্ষার্থীদের (প্রাথমিক বিদ্যালয়, শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসার) নিয়ে অনুষ্ঠিত এই ৪০তম রাজ্য ক্রীড়াতে ৬৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে হুগলি জেলা।

thebengalpost.net

বিজ্ঞাপন (Advertisement):

সর্বমোট ৩৪টি ইভেন্টের মধ্যে ১৫টি ইভেন্টেই পদক জিতে নিয়েছে হুগলির কচিকাঁচারা। ৬টি ইভেন্টে প্রথম, ৫টি ইভেন্টে দ্বিতীয় এবং ৪টি ইভেন্টে তৃতীয় স্থান দখল করেছে হুগলির ছাত্রছাত্রীরা। হুগলি ছাড়াও এই প্রতিযোগিতায় ভালো ফল করেছে দুই ২৪ পরগনা (উত্তর ও দক্ষিণ) এবং পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের ছেলেমেয়েরা মার্চ পাস্ট এবং যোগাতে প্রথম স্থান অধিকার করেছে। সর্বোপরি আয়োজক হিসেবেও শিরোমণি, বিদ্যাসাগর আর ক্ষুদিরামের জেলা প্রশংসা কুড়িয়েছে এবার।

সমাপ্তি অনুষ্ঠান:

শনিবার সন্ধ্যায় চ্যাম্পিয়ন হুগলি জেলার হাতে শিল্ড এবং ট্রফি তুলে দেওয়া হয়। পর্ষদের সভাপতি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন শালবনীর বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, বিডিও রোমান মন্ডল প্রমুখ। চ্যাম্পিয়ন জেলাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। পর্ষদের সভপতি গৌতম পাল জানিয়েছেন, “সফলভাবে শেষ হল প্রাথমিকের ৪০তম রাজ্য বার্ষিক ক্রীড়া উৎসব। এই দু’দিন উৎসবের মেজাজে আমরা সকলে মিলে সর্বাঙ্গীন সুন্দরভাবে সুবিশাল এই আয়োজন সামলেছি। আয়োজক জেলা পশ্চিম মেদিনীপুরকে ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে, সবকিছু নিখুঁতভাবে আয়োজনের জন্য।” পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান অনিমেষ দে সোমবার (৩ মার্চ) পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় ছুটি ঘোষণা করেছেন।

পশ্চিম মেদিনীপুরের মার্চ পাস্ট:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago