দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: বর্তমান প্রজন্মের পড়ুয়াদের পরিবেশের প্রতি মনোযোগী ও সচেতন করে তোলাই মূল উদ্দেশ্য। আর, সেই উদ্দেশ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্কুল পড়ুয়াদের নিয়ে প্রতিটি ব্লকে Biodivesity বা জীববৈচিত্র্যের উপর অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) শালবনী ব্লকে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্বয়ং BDO রোমান মন্ডলের তত্ত্বাবধানে বিডিও অফিসের সভাগৃহে ব্লকের বিভিন্ন অংশগ্রহণকারী স্কুলের পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়।

thebengalpost.net
প্রথম সজল মাসান্ত:

thebengalpost.net
সুপ্রীতি ও সৃজাতা:

জীববৈচিত্র্য বিষয়ক এই অঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গোদাপিয়াশাল এমজিএম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র সজল মাসান্ত। যুগ্ম দ্বিতীয় হয়েছে শালবনী নিচুমঞ্জরী বালিকা বিদ্যালয়ের দুই ছাত্রী, যথাক্রমে সুপ্রীতি সামন্ত (দশম শ্রেণী) ও সৃজাতা মোদক (নবম শ্রেণী)। তৃতীয় স্থান অধিকার করে শালবনী নিচুমঞ্জরী স্কুলেরই দশম শ্রেণীর ছাত্রী একার্না দে। শুক্রবার দুপুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল নাগাদ ফলাফল ঘোষণা করা হয়। সফল ছাত্র-ছাত্রীদের হাতে উপহার তুলে দেন বিডিও (BDO) রোমান মন্ডল এবং জয়েন্ট বিডিও দেবব্রত কোনার। বিডিও জানান, “সফল চার জন ছাত্র-ছাত্রী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।” গোদাপিয়াশাল এমজিএম উচ্চ বিদ্যালয়ের তরফে এদিন উপস্থিত ছিলেন ভূগোল বিষয়ের শিক্ষক তথা বিশিষ্ট পরিবেশপ্রেমী মণিকাঞ্চন রায়। তিনি বলেন, “বর্তমান সময়ের প্রেক্ষিতে ছাত্র-ছাত্রীদের জীবজগৎ তথা পরিবেশের প্রতি আগ্রহী বা সচেতন করে তুলতে এই ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।”

thebengalpost.net
সজলের ছবি: