দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: দু’দিন ধরে টানা বর্ষণের জেরে এবার জল ছাড়া শুরু করল ডিভিসি। সোমবার সকাল থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছাড়া শুরু করেছে ডিভিসি। পাঞ্চেত এবং মাইথন এই দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে। জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যাওয়ায় জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি। এদিকে, ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে মৌসম ভবন। প্রবল বর্ষণ আর ডিভিসি’র জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের ৭টি জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সোমবার সতর্ক করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এই ৭টি জেলা হল যথাক্রমে- পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া ও হুগলি।
অন্যদিকে, সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, টানা বৃষ্টির পাশাপাশি মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায় প্রশাসনের তরফে সবরকম সতর্কতা অবলম্বন করা হয়েছে। আজ এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর জেলার সমস্ত মহকুমাশাসক, বিডিও, পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দপ্তর, স্বাস্থ্য আধিকারিক, পিএইচই ও সেচ দপ্তরের সমস্ত আধিকারিক এবং জরুরী পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিক ও অন্যান্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেন জেলাশাসক খুরশিদ আলি কাদরী। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকলকে খুব সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতির উপর সজাগ দৃষ্টি রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক জাক, ইতিমধ্যেই জেলার বন্যাপ্রবণ এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ, মেডিকেল টিম ও অন্যান্য জরুরী পরিষেবার বিষয়গুলি প্রস্তুত রাখা হয়েছে। বাঁধগুলির উপর কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে এবং ত্রাণ শিবিরগুলি প্রস্তুত রাখা হয়েছে।
একইসঙ্গে, প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী ৫ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের নদীতে মাছ ধরতে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরে জেলা, মহকুমা ও ব্লক স্তরে ২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা স্তরের কন্ট্রোল রুম নম্বর ০৩২২২-২৭৫৮৯৪ এবং ৮৩৪৮৩৩৮৩৯৩। সেচ দপ্তরের কন্ট্রোল রুম নম্বর ৭৬০২৬০২১৮১, জেলার স্বাস্থ্য দপ্তরের কন্ট্রোল রুম নম্বর: ৮৬৯৫৫০০৩৫০।
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…