দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ সেপ্টেম্বর: আর জি কর কাণ্ডের প্রতিবাদে শিক্ষক দিবসের অনুষ্ঠান বাতিল করে বৃহস্পতিবার দুপুরে একটি মৌন মিছিল করলেন ‘রেল শহর’ খড়গপুরের ঐতিহ্যমণ্ডিত হিজলি হাই স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। খড়গপুর শহরের আইআইটি ক্যাম্পাসে (Kharagpur IIT) থাকা হিজলি হাই স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা আইআইটি ক্যাম্পাস থেকেই এই মিছিল শুরু করেন। প্রেমবাজার এলাকা জুড়ে পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। ‘জাতীয় শিক্ষক’ তথা দেশের প্রথম উপ রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের ছবি হাতে নিয়ে মিছিলের পুরোভাগে ছিলেন এক ছাত্রী। তার ঠিক পিছনেই থাকা ছাত্রীদের হাতে ছিল “দ্রোহকাল দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক” ব্যানার। এছাড়াও, নানা প্রতিবাদী পোস্টার, ফেস্টুন হাতে বিদ্যালয়ের প্রায় দেড় হাজার ছাত্র-ছাত্রী এদিনের এই প্রতিবাদ মিছিলে পা মেলায়।

thebengalpost.net
হিজলি স্কুলের মৌন মিছিল:

thebengalpost.net
প্রতিবাদ পথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ও:

অন্যদিকে, “আমার ক্যাম্পাস আমার ঘর; আর হবে না আর জি কর” স্লোগান তুলে শিক্ষক দিবসের দিনই পথে নামল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ভুটা)-ও। আর জি কর মেডিক্যালের নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবিতে এদিন দুপুরে একটি ‘প্রতিবাদী মিছিল’-র আয়োজন করা হয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বা ভুটা (VUTA)-র উদ্যোগে। যেখানে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেই পা মেলান ছাত্রছাত্রী, শিক্ষাকর্মী এবং প্রাক্তনীরাও। মিছিল থেকে পাশবিক নির্যাতন তথা খুন-ধর্ষণের প্রতিবাদে গর্জে ওঠার সাথে সাথেই স্লোগান তোলা হয় “আমার ক্যাম্পাস আমার ঘর; আর হবে না আর জি কর!” বেলা ১২টা নাগাদ মেদিনীপুর শহরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই সুবিশাল প্রতিবাদী মিছিলের সূচনা হয়। কয়েক কিলোমিটার পথ হেঁটে তা মেদিনীপুর শহর পরিক্রমা করে এবং পুনরায় বেলা ২টো নাগাদ পৌঁছয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানেও নৃশংস ও পাশবিক এই হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগানের ঝড় ওঠে। যদিও, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এদিন শিক্ষক দিবসের অনুষ্ঠানও উদযাপিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, নিবন্ধক (রেজিস্ট্রার) ড. জয়ন্ত কিশোর নন্দী সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক-অধ্যাপিকা ও ছাত্র-ছাত্রীরা।

thebengalpost.net
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মিছিল: