জঙ্গলমহলকে গর্বিত করে ‘ভূমিপুত্র’ কৃষ্ণগোপাল ধল সহ মেদিনীপুর কলেজের ৭ জন অধ্যাপক “বিশ্ব-বিজ্ঞানী”র তালিকায়

মণিরাজ ঘোষ, মেদিনীপুর, ১৬ জুন: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন অধ্যাপক তথা বিজ্ঞানী এ.ডি সায়েন্টিফিক ইনডেক্স ২০২১ তালিকা অনুযায়ী “বিশ্ববিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়” র‍্যাঙ্কিং এ স্থান পেয়েছেন। বিশ্ব-বিজ্ঞানীদের এই তালিকায় সদ্য প্রতিষ্ঠিত মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপক ড. কুন্তল ঘোষ’ও বিবেচিত হয়েছেন। ওই তালিকা অনুযায়ী সমগ্র জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার গর্বের শিক্ষা প্রতিষ্ঠান মেদিনীপুর কলেজ (স্বশাসিত/অটোনমাস) এর ৭ জন অধ্যাপকও জায়গা করে নিয়েছেন তথা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছেন। র‍্যাঙ্ক অনুযায়ী মেদিনীপুর কলেজ (অটোনমাস) এর এই ৭ জন অধ্যাপক-বিজ্ঞানী হলেন- ড. ত্রিদিব ত্রিপাঠী (রসায়ন বিজ্ঞান), ড. সুজিত কুমার দে (গণিত), ড. তনুশ্রী পাল (পদার্থ বিজ্ঞান), ড. মাখনলাল নন্দ গোস্বামী (পদার্থ বিজ্ঞান), ড. নীলকমল মাইতি (রসায়ন বিজ্ঞান), ড. কৃষ্ণগোপাল ধল (কম্পিউটার বিজ্ঞান) এবং ড. গৌতম ঘোষ (জীববিজ্ঞান/বায়োলজিক্যাল সায়েন্স)।

মেদিনীপুর করেজের বিজ্ঞানীদের তালিকা :

উল্লেখ্য যে, প্রতি বছরই বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ে, যে সকল বিষয়ে গবেষণা হয়, তার নিরীখে বিজ্ঞানী বা গবেষকদের অবস্থান দেখা হয়। এবার সেই তালিকায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন, মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর ৭ জন এবং মেদিনীপুর সিটি কলেজের ১ জন স্থান পেয়েছেন। ১৮১ টি দেশের ১১২৪০ টি বিশ্ববিদ্যালয়ের ৬ লক্ষ ১৯ হাজার ২১৭ জন গবেষক বা বিজ্ঞানীর গবেষণা পত্রের নিরীখে এই তালিকা তৈরি করা হয়েছে। মেদিনীপুর কলেজের রসায়ন বিজ্ঞানের অধ্যাপক ও বিজ্ঞানী ড. ত্রিদিব ত্রিপাঠী এশিয়াতে ৩৯১১১ এবং দেশ ৫০৪৬ র‍্যাঙ্কে আছেন; ড. সুজিত কুমার দে যথাক্রমে ৪৫৪৯৮ এবং ৬০৫৭ র‍্যাঙ্কে আছেন; ড. তনুশ্রী পাল যথাক্রমে ৫৭০৭৮ এবং ৭৯১৬ র‍্যাঙ্কে আছেন; ড. মাখনলাল নন্দ গোস্বামী যথাক্রমে ৮৫১৫৪ এবং ১২৭৭৭ র‍্যাঙ্কে আছেন; ড. নীলকমল মাইতি যথাক্রমে ৮৫৮৩৮ এবং ১২৯০৯ র‍্যাঙ্কে আছেন; ড. কৃষ্ণগোপাল ধল যথাক্রমে ৯৯৪৭৩ এবং ১৫৪১৩ র‍্যাঙ্কে আছেন; ড. গৌতম ঘোষ যথাক্রমে ১৪০৬৩২ এবং ২৩০৬৬ র‍্যাঙ্কে আছেন। মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এর অধ্যাপকদের এই সাফল্যে “গর্বিত” কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র বেরা জানিয়েছেন, “মহাবিদ্যালয়ের অধ্যাপক-বিজ্ঞানীদের গবেষণা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রশংসিত হওয়ায় ও স্বীকৃতি লাভ করায় আমরা গর্বিত।”

প্রসঙ্গত উল্লেখ্য, অন্যতম গবেষক-বিজ্ঞানী কম্পিউটার বিজ্ঞান (Computer Science) এর ড. কৃষ্ণগোপাল ধল মেদিনীপুর কলেজ’কে গর্বিত করার সাথে সাথে সমগ্র জঙ্গলমহলকেই গর্বিত ও সমৃদ্ধ করলেন। মেদিনীপুর কলেজের কম্পিউটার সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. কৃষ্ণগোপাল পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের প্রত্যন্ত পিড়াকাটার ‘ভূমিপুত্র’। মাধ্যমিক পাশ করেছেন পিড়াকাটা উচ্চ বিদ্যালয় থেকেই। স্বাভাবিকভাবেই তাঁর এই সাফল্যে গর্বিত পিড়াকাটা, শালবনী সহ সমগ্র জঙ্গলমহলই! কৃষ্ণগোপাল জানিয়েছেন, “আরও ভালো কাজ করা বা উন্নতমানের গবেষণায় নিয়োজিত থেকে কলেজ ও শিক্ষার্থীদের সমৃদ্ধ করাই লক্ষ্য।”

ড. কৃষ্ণগোপাল ধল :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago