দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: “আমি থাকতে থাকতে ডেবরা টোল প্লাজার কোনও কর্মীর কাজ যাবেনা। আমি আছিতো নাকি”! কাজ হারানোর আশঙ্কায় থাকা কর্মীদের উদ্দেশ্যে শুক্রবার দুপুরে এই বার্তাই দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বিধায়ক তথা রাজ্যের কারিগরি উন্নয়ন মন্ত্রী হুমায়ূন কবীর। প্রসঙ্গত উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ডেবরা টোল প্লাজায় কর্মরত শ্রমিকরা অভিযোগ করছিলেন, টোল প্লাজার আগের এজেন্সি বা ভেন্ডারকে সরিয়ে নতুন এজেন্সি-কে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ভেন্ডারের আধিকারিকরা কর্মীদের উপর নানা ভাবে চাপ সৃষ্টি করছে। PF, ESI, গ্রাচুয়েটি প্রভৃতি থেকে কর্মীদের বঞ্চিত করা হয়েছে। এমনকি, কাজ থেকেও বাদ দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এজন্যই, আগের কোম্পানির ৮৬ জন কর্মী অনশন ও বিক্ষোভ শুরু করেছিলেন গতকাল থেকে। এমনকি, তাঁরা নবান্নের উদ্দেশ্যে রওনা হয়েও পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন বলে অভিযোগ। তাঁদের অভিযোগ ছিল, মন্ত্রী হুমায়ূন কবীর প্রভাব খাটিয়ে নতুন কর্মী নিয়োগ করতে চাইছেন। তবে, এই সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন মন্ত্রী হুমায়ূন কবীর।

thebengalpost.in
কর্মী বিক্ষোভ :

উল্লেখ্য যে, অশোকা কোম্পানির অধীন মেঘমালা এজেন্সি ৬ নং জাতীয় সড়কের উপর ডেবরা টোল প্লাজার দায়িত্বে ছিল আগে। বর্তমানে, দায়িত্ব নিয়েছে স্কাই হুপার নামে নতুন কোম্পানি। পুরানো কোম্পানি’র প্রায় ৮৬ জন কর্মী অভিযোগ করছিলেন, নতুন কোম্পানি তাঁদের সমস্ত সুবিধা ও কাজ থেকে বাদ দিয়ে দিতে চাইছে। এ নিয়েই তাঁরা বিক্ষোভ শুরু করে তৃণমূলেরই শ্রমিক সংগঠন INTTUC র পতাকা নিয়ে। পুরানো কোম্পানি’র তরফে অভিযোগ করা হচ্ছিল, তাঁদের জোরপূর্বক দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং নতুন কোম্পানিকে নিয়ে আসা হয়েছে। অভিযোগের তীর ছিল মন্ত্রী হুমায়ূন কবীরের দিকে। আর, এই সমস্ত অভিযোগ নিয়েই মন্ত্রী হুমায়ূন কবীর শুক্রবার দুপুরে বেঙ্গল পোস্টের প্রতিনিধিকে ফোনে জানিয়েছেন, “একজনেরও কাজ যাবেনা। আমি তো আছি! রাজনৈতিক ইন্ধন দেওয়া হচ্ছে কর্মীদের। আগামীকাল (শনিবার) দুপুর ১ টায় আমি সকলের সাথে বৈঠক করে, সমস্ত সমস্যা মিটিয়ে দেব। আগামীকালই এই বিষয়ে আমি বিস্তারিত জানাব।”