Paschim Medinipur

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: “৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা প্রতি কেজি। আর এখন ১৬টাকা-১৮টাকা। এই তিন বছরে আপনাদের বেতন কতটা বেড়েছে? আর আমাদের বাড়িয়েও কেটে নেওয়া হলো! বলুন তো কোন রাজ্যে এমনটা হয়েছে, কর্মীদের বেতন বাড়িয়ে তারপর সরকার টাকা কেটে নিয়েছে!” নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশ্নের মুখে পড়ে বেসামাল রাজ্যের ক্রেতা, সুরক্ষা ও উপভোক্তা দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। ওই আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের আরও প্রশ্ন, “কেন্দ্রীয় সরকার দুই দফায় আমাদের স্মার্টফোনের জন্য প্রথমে ৮,০০০ ও পরে ১০,০০০ টাকা দেয়। সেই টাকা কোথায় গেল? রিচার্জ বাবদ কেন্দ্রীয় সরকার সাড়ে তিনশ টাকা করে দেয়, আর আমাদের দেওয়া হচ্ছে ১৬৬টাকা করে! আচ্ছা বলুন তো, কোন কোম্পানি ১৬৬ টাকায় স্মার্টফোন রিচার্জ করতে দেয়! অথচ আমাদের যে কাজ দেওয়া হয়েছে তাতে 5G নেটওয়ার্ক ছাড়া কাজ করতেই পারবো না।” এমনই একাধিক প্রশ্নের মুখে পড়ে, সঠিক উত্তর দিতে না পেরে কার্যত এলাকা ছাড়লেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত।

অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভের মুখে শ্রীকান্ত:

বিজ্ঞাপন (Advertisement):

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মন্ত্রী শ্রীকান্ত মাহাতকে ঘিরে একাধিক প্রশ্ন করছেন আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীরা। খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকার। অঙ্গনওয়াড়ি কর্মীরা ব্লকের সিডিপিও-র কাছে একাধিক দাবিতে স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন। আর সেই সময়ই বিডিও অফিস থেকে বেরোচ্ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত। তাঁকে কাছে পেয়েই ঘিরে ধরেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাঁর কাছে জানতে চান, কেন আইসিডিএস কর্মীদের বেতন বৃদ্ধি করা হচ্ছেনা এবং মোবাইল ফোনের টাকা দেওয়া হচ্ছে না! রিচার্জের টাকাও নামমাত্র দেওয়া হচ্ছে। সরকারের নির্দেশ মতো একসময় তাঁরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র সাজিয়েছেন। এখন আর তাঁরা পেরে উঠছেন না! আলুর দাম যেখানে ১৬-১৮ টাকা, সেখানে তাঁরা পাচ্ছেন মাত্র ৩ টাকা। তাতে কি করে সম্ভব? মন্ত্রী, বিধায়ক, সাংসদদের ভাতা বাড়লেও, কেন আইসিডিএস কর্মীদের বেতন বাড়ছে না।

এনিয়ে শনিবার মন্ত্রী শ্রীকান্ত মাহাত বলেন, “ওঁরা সিডিপিও-কে ডেপুটেশন দিতে গিয়েছিলেন। আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তাই নিজে থেকেই গিয়ে ওদের সমস্যার কথা শুনতে চেয়েছিলাম। ওঁরা বললেন, সিডিপিও-কে ডেপুটেশন দিয়েছি। আমার কাছেও ডেপুটেশন কপি আমার পাঠাবে বলেছে। তারপর ওদের দাবির বিষয়গুলি আমি যথাস্থানে পাঠিয়ে দেব।” মন্ত্রী এও বলেন, “কেন্দ্রীয় সরকার সব প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে, তারপরেও আমাদের সরকার এসে ওদের বেতন বাড়িয়েছে!” মন্ত্রীকে কটাক্ষ করে জেলা বিজেপি-র সহ-সভাপতি শঙ্কর গুছাইত বলেন, “মন্ত্রীকে আইসিডিএস কর্মীরা তাঁদের সমস্যা এবং দাবির কথা জানাচ্ছিলেন, সেখানে সঠিক ব্যাখ্যা না দিয়েই ভুলভাল কথা বলে পালিয়ে যাচ্ছেন! এভাবেই কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের টাকা রাজ্য সরকার নয়-ছয় করছে। অঙ্গনওয়াড়ি কর্মীরা এদিন সেই প্রশ্নই তুলে দিয়েছেন!”

নিজের গড়েই বিক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত:

News Desk

Recent Posts

Midnapore: সাতসকালেই শালবনির জঙ্গলপথে রামলালের দাদাগিরি, চারচাকা গাড়ি উল্টে খাবারের খোঁজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: জঙ্গলমহলবাসীর প্রিয় হাতি রামলাল। খাবারের খোঁজে এদিক-ওদিক…

3 days ago

Medinipur: জমজমাট ‘খেলা’ নারায়ণগড়ে! তালাবন্দী BDO, পালিয়েও রক্ষে নেই; পিছু নিলেন মহিলারাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: এযেন সেই ছোটবেলার চোর-পুলিশ খেলা! সামনে দৌড়চ্ছেন…

3 days ago

Midnapore: চুয়াড় বিদ্রোহের আঁতুড়ঘর, নবরূপে সাজবে শালবনীর রানি শিরোমণির গড়; পুজোর আগেই এলো সুখবর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: “কর্ণগড়ের রানি মাগো অস্ত্র ধরেছিল/ কলকাতার লোকে…

4 days ago

Midnapore: “আমরা স্বচ্ছ…সরকার দুর্নীতিগ্রস্ত”, কালো জামা পরে পরীক্ষাকেন্দ্রে ‘যোগ্য শিক্ষক’ কৃষ্ণগোপাল, মেদিনীপুরে কি বললেন তিনি…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর: প্রায় ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে স্কুল…

6 days ago

Midnapore: ‘১৪ লাখ টাকা লাগবে…’, SSC-র প্রশ্নপত্র বিক্রির ‘ভুয়ো’ পোস্ট ছড়িয়ে মেদিনীপুরে গ্রেপ্তার যুবক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ সেপ্টেম্বর: "আমার বাড়ি মুর্শিদাবাদ, গত দুই দিন আগে…

1 week ago

NIRF Ranking: দেশের সেরা কলেজের তালিকায় ৪২-তম স্থানে মেদিনীপুর কলেজ, সার্বিক বিচারে নিজের জায়গা ধরে রাখল IIT খড়্গপুরও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ সেপ্টেম্বর: দেশের সেরা কলেজের তালিকায় ৪২-তম স্থানে শহিদদের…

1 week ago