Recent

Midnapore: এক লাখের লেনদেনে মিলবে ১০ হাজার টাকা! মামা-ভাগ্নের ফাঁদে পা দিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই; কয়েক ঘন্টার মধ্যেই সাফল্য দাসপুর পুলিশের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত ১০ হাজার টাকা! আর এই অতিরিক্ত ১০ হাজার টাকার ফাঁদে পা দিয়েই শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘটে যায় ভয়াবহ ছিনতাই। তিনটি বাইকে করে এসে ৪ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছয় দুষ্কৃতী। তবে, অভিযোগ পাওয়ার মাত্র ৬ ঘন্টার মধ্যেই ছয় দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় পুরো টাকাটাই। পুলিশের এই সাফল্যে অভিভূত জেলাবাসী।

ধৃত ছয় দুষ্কৃতী:

বিজ্ঞাপন (Advertisement):

ফোনে এসেছিল এক প্রলোভনমূলক অফার- এক লাখ টাকার লেনদেনে মিলবে ১০ হাজার টাকা অতিরিক্ত! সেই অফার যাচাই করতেই শুক্রবার (২৫ জুলাই) বিকেল আনুমানিক ৩টে নাগাদ দাসপুর থানার নাড়াজোলের আমডাংরা মাঠে প্রলোভন দেওয়া ব্যক্তির সাথে দেখা করেছিলেন দুই বন্ধু যথাক্রমে সুদীপ পাল ও শুভেন্দু দন্ডপাট। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার খামারগেড়িয়া গ্রামের বাসিন্দা, দুই বন্ধু নগদ ৪ লক্ষ টাকা নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই সময় আচমকা তিনটি বাইকে করে ছ’জন দুষ্কৃতী এসে তাঁদের উপর হামলা চালায়। মারধর করে ছিনিয়ে নেয় নগদ টাকা। তারপর চম্পট দেয় ওই এলাকা থেকে। জানা যায়, এই টাকার পুরোটাই ছিল সুদীপের। সুদীপ বলেন, কয়েক দিন আগেই এক অচেনা ব্যক্তি ফোনে এই লোভনীয় অফার দেন। প্রাথমিক কথাবার্তার পর তিনি দেখা করেন এবং পরে নাইলনের ব্যাগে টাকা নিয়ে সরাসরি দেখা করতে যান। শুক্রবার বিকেলে সেখানেই ঘটে যায় ছিনতাই! সুদীপের কথায়, “তিনটি বাইকে ৬ জন এসে আমার নাইলনের ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। আর যাওয়ার সময় বলে যায়, কাউকে কিছু বললে, প্রাণে মেরে ফেলব! আমি গোটা রাস্তা কাঁদতে কাঁদতে পুলিশ স্টেশনে যাই।”

এরপরই দাসপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন সুদীপ। আর তারপরই চমকে দেওয়ার মতো তৎপরতা দেখায় দাসপুর থানার পুলিশ তথা ঘাটাল মহকুমা পুলিশ। দাসপুর থানার ওসি অঞ্জনি তেওয়ারির নেতৃত্বে তল্লাশি অভিযান শুরু হয়। আশেপাশের সবকটি থানাকে সতর্ক করে দেন মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) দুর্লভ সরকার। ফলস্বরূপ, অভিযোগ পাওয়ার মাত্র ৬ ঘন্টার মধ্যেই শুক্রবার রাতে দাসপুর থানারই বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত ছয় দুষ্কৃতীকে। সেইসঙ্গেই উদ্ধার করা হয়েছে ৩ লক্ষ ৭৫ হাজার ৪০০ টাকা এবং তিনটি বাইক। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন- সুজয় দাস (কুঞ্জপুর কল্মীজোড়), জয়ন্ত মান্না (সালামপুর), বিমল মন্ডল (ব্রাহ্মণবসান), উৎপল সেনাপতি (কাদিলপুর), সন্তু কালসার (নাড়াজোল) ও বলরাম দাস (ডিহিপলসা)। এর মধ্যে বলরামের বাড়ি থেকেই বেশিরভাগ টাকাটা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এসডিপিও দুর্লভ সরকার। পুলিশ সূত্রে এও জানা গেছে, সুজয় এবং বলরাম সম্পর্কে মামা-ভাগ্না। মামা সুজয়ই ফোন করে প্রলোভন দিয়েছিলেন সুদীপ ও শুভেন্দুকে। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “অভিযোগ পাওয়ার মাত্র ৬ ঘন্টার মধ্যেই ঘাটাল মহকুমা পুলিশ তথা দাসপুর থানার পুলিশ এই সাফল্য পেয়েছে। পুরো টিম খুব ভালো কাজ করেছে।” এসডিপিও দুর্লভ সরকার বলেন, “ধৃতদের শনিবার ঘাটাল আদালতে তোলা হয়েছে। তাদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। সেইসঙ্গেই এই ঘটনায় আরও কেউ বা কারা যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।”

উদ্ধার হওয়া টাকা:

News Desk

Recent Posts

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন বিজিন কৃষ্ণা, হুগলিতে বদলি হলেন খুরশিদ আলি কাদেরি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: বদলি হলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি…

1 day ago

Midnapore: বদলি হচ্ছেন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক সহ পশ্চিম মেদিনীপুরের একাধিক আধিকারিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: রাজ্য জুড়ে আমলা, আধিকারিকদের বদলির নির্দেশ। সর্বশেষ…

1 day ago

Midnapore: মেদিনীপুর সেন্ট্রাল জেলে ‘ফ্রিডম ফাইটারস আর্কাইভ’-এর উদ্বোধন, দেওয়াল জুড়ে অগ্নিযুগের ইতিহাস

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: '‎সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি...'। 'স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর'…

3 days ago

Medinipur: হুগলি সীমান্ত দিয়ে নিষিদ্ধ কাফ সিরাপ পাচার, ‘পাক্কা খবর’ পৌঁছতেই তিন যুবককে পাকড়াও করল দাসপুর থানার পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর ও হুগলি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য…

4 days ago

IIT Kharagpur: খড়্গপুর আইআইটি’র ডিরেক্টর সুমন চক্রবর্তীকে ‘বিশেষ’ পুরস্কারে ভূষিত করতে চলেছে IISc ব্যাঙ্গালোর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ অক্টোবর: আইআইটি খড়্গপুরের ডিরেক্টর তথা বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক সুমন…

4 days ago

IIT Kharagpur: দেশীয় প্রযুক্তিতে প্রথম পোর্টেবল MRI মেশিন তৈরি করতে চলেছে IIT খড়্গপুর, হলো MoU স্বাক্ষর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবার লো-ফিল্ড…

4 days ago