দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার ছেলেমেয়েদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার মধ্য দিয়ে বিভিন্ন সংস্থায় কাজের উপযুক্ত করে গড়ে তোলা হয়। তারপর বিভিন্ন সংস্থার চাহিদা অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্তরা কাজ পান বা চাকরি পান। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহর মেদিনীপুরে এই প্রশিক্ষণপ্রাপ্তদের কাজ দেয়ার জন্য ‘জব ফেয়ার’ বা ‘কাজ মেলা’-র আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর শহরের উপকন্ঠে রাঙামাটিতে অবস্থিত গভর্মেন্ট আইটিআই-তে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত পড়ুয়াদের মধ্য থেকে এদিন প্রায় ৫৪৪ জন ছেলেমেয়েকে চাকরির অফার দিয়েছে বিভিন্ন সংস্থা। এই পাঁচ শতাধিক কর্মপ্রার্থীর হাতে অফার লেটার তুলে দিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী, অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া প্রমুখ।

জেলাশাসক জানান, রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে ভোকেশনাল ট্রেনিং বা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য ‘উৎকর্ষ বাংলা’ পোর্টালে আগ্রহীদের নাম নথিভুক্ত করতে হয়। তারপর, তাদের বিভিন্ন আইটিআই (ITI)-তে প্রশিক্ষণ দেওয়া হয় বা কোর্স করানো হয়। আর, কোর্স বা প্রশিক্ষণ শেষে বিভিন্ন কোম্পানি বা সংস্থায় কাজের সুযোগ করে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে অবস্থিত গভর্মেন্ট আইআইটি (সরকারি আইটিআই)-তে এমনই ৬৪৮ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বলে জানা যায় জেলা প্রশাসন সূত্রে। তাঁদের মধ্যেই সোমবার (১৬ ডিসেম্বর) ৫৪৪ জন কাজের সুযোগ পেলেন বা অফার পেলেন বিভিন্ন সংস্থায়। যেমন, খড়্গপুর গ্রামীণের এক তরুণী টেলারিংয়ের প্রশিক্ষণ নেওয়ার পর একটি বস্ত্র কারখানায় কাজ পেয়েছেন। তাঁর হাতে অফার লেটার তুলে দিয়েছেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরী। মেদিনীপুর গভর্মেন্ট আইটিআই-র অধ্যক্ষ তাপস ঘোড়ই বলেন, “উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের কোর্স করার সুযোগ রয়েছে। কোর্স শেষে সরকারি-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে সরাসরি কাজের সুযোগ করে দেওয়া হয়। এদিন ‘জব ফেয়ার’ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ শতাধিক ছেলেমেয়ের হাতে চাকরির অফার লেটার তুলে দিয়েছেন জেলাশাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।”
