দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বন্যা দুর্গত ঘাটাল বাসীর কাছে তাঁরাই এখন সাক্ষাৎ ঈশ্বরের দূত! এনডিআরএফ (National Disaster Response Force) বাহিনী। শনিবার এক প্রসব যন্ত্রণায় কাতর অন্তঃসত্ত্বা গৃহবধূ’কে জলমগ্ন মনসুখা এলাকা থেকে স্পিড বোটে করে উদ্ধার করে নিয়ে আসেন তাঁরা। তারপর রাজ্য সড়কের উপর থাকা অ্যাম্বুল্যান্সে তুলে দেন সযত্নে! আসন্ন প্রসবা ওই মহিলাকে শনিবার সকালেই ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে। অন্তঃসত্ত্বা ওই মহিলার নাম রিঙ্কু মাজি (২৩)। আপাতত তিনি সুস্থ আছেন বলে জানা।

thebengalpost.in
নিয়ে আসা হল গ্রাম থেকে :

thebengalpost.in
নামানো হচ্ছে স্পিড বোট থেকে :

স্থানীয় সূত্রে জানা যায়, ঘাটালের মনসুখা এলাকা এখনও জলমগ্ন। জলের তলায় ঘরবাড়ি-রাস্তাঘাট। এই পরিস্থিতিতে, শনিবার কাকভোরে অন্তঃসত্ত্বা স্ত্রী রিঙ্কু’র প্রসব যন্ত্রণা শুরু হলে, স্বামী উৎপল মাঝি দিশেহারা হয়ে পড়েন। সাহস করে মহকুমাশাসকের হেল্পলাইন নম্বরে ফোন করেন। ফোন ধরেন স্বয়ং মহকুমাশাসক সুমন বিশ্বাস। তৎক্ষণাৎ তিনি স্পিড বোট সহ এনডিআরএফ বাহিনীকে ওই গ্রামে পৌঁছে যাওয়ার নির্দেশ দেন। বরাবরের মতোই এবারও বিপদের সময়ে ‘ঈশ্বরের দূত’ রূপে হাজির হয়ে যায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী’র জওয়ানরা। শনিবার অবশ্য তাঁরা পৌঁছে গিয়েছিলেন ঘাটাল মহকুমাশাসক সুমন বিশ্বাসের দূত হয়ে। এরপর, সম্পূর্ণ নিরাপদ ভাবে উদ্ধার করে নিয়ে আসেন অন্তঃসত্ত্বা রিঙ্কু’কে! তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় শনিবার সকালেই। এখন তিনি ভালো আছেন। তাঁর স্বামী উৎপল মাজি মহকুমাশাসক সুমন বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের সাথে সাথে, ধন্যবাদ জানিয়েছেন এনডিআরএফ বাহিনীকেও।

thebengalpost.in
তোলা হল অ্যাম্বুল্যান্সে :