দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৫ জুন: বিজ্ঞান শিক্ষার প্রসার এবং বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ মেদিনীপুর সিটি কলেজও। সমস্ত রকম সীমাবদ্ধতাকে দূরে সরিয়ে জগৎসভায় স্থান করে নিলেন জঙ্গলমহলের জেলার এই কলেজের একজন গবেষক অধ্যাপক। সম্প্রতি, প্রকাশিত বিশ্বের গবেষকদের তালিকায় স্থান করে নিলেন সদ্য চার বছরে পদার্পণ করা মহাবিদ্যালয়ের বায়োলজিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক কুন্তল ঘোষ। তাঁর এই কৃতিত্বে গর্বিত গোটা মহাবিদ্যালয়। খুশির হাওয়া মহাবিদ্যালয় জুড়ে।

thebengalpost.in
বিশ্ব বিজ্ঞানীদের তালিকায় মেদিনীপুর সিটি কলেজের অধ্যাপক কুন্তল ঘোষ :

প্রসঙ্গত, প্রতিবছরই বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ে যে সমস্ত বিষয়ে গবেষণা হয়, তার নিরিখে বিজ্ঞানীদের অবস্থান দেখা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩৪ জন বিজ্ঞানী এই তালিকায় আছেন। এবার, বিশ্ববিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং এর তালিকা অনুযায়ী দেখা গেল, কুন্তল বাবু সমগ্র এশিয়ার মধ্যে ৭৮১০৩ র‍্যাঙ্ক করেছেন এবং সারাদেশের মধ্যে ৭৫৬৩ র‍্যাঙ্কিংয়ে আছেন। এই তালিকা তৈরির ক্ষেত্রে, প্রকাশিত ও স্বীকৃত গবেষণাপত্রের নিরীখে বেছে নেওয়া হয়েছে অধ্যাপক কুন্তল ঘোষ’কে। তালিকা দেখে স্বভাবতই খুশি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা-অধ্যাপক প্রদীপ ঘোষ। তিনি বলেন, “বিশ্বসেরা তালিকায় আমাদের মহাবিদ্যালয়ের একজন অধ্যাপক স্থান পেয়েছেন। এটি আমাদের কাছে খুবই গর্বের বিষয়।”