দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: এলাকার রোমিওদের ফোন নাম্বার দেয়নি। বরং রুখে দাঁড়িয়েছিল দশম শ্রেণীর ছাত্রীটি। তার পাশে দাঁড়িয়েছিল সহপাঠী বন্ধুবান্ধবরা। ফলস্বরূপ, ওই ছাত্রীকে পায়ে ধরে ক্ষমা চাইতে হয় রোমিওদের। আর সেই ভিডিও রেকর্ড করে, রীতিমতো এডিট করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়। প্রতিবাদ করায় এক ছাত্রকে মারধরও করে এলাকার উচ্ছৃঙ্খল ওই যুবকরা! ঘটনার কথা কাউকে জানানো যাবে না, এমন হুমকিও দেওয়া হয় রোমিওদের তরফে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১নং ব্লকের বেলিয়াঘাটা এলাকার। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের দ্বারস্থ হয় স্কুল পড়ুয়াদের পরিবারের সদস্যরা। অভিযোগে পেয়েই তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার রাতেই তিন রোমিওকে গ্রেফতার করে দাসপুর থানার পুলিশ।

জানা যায়, দু’একদিন আগে টিউশন পড়ে বাড়ি ফিরছিল সদ্য ক্লাস টেনে ওঠা দুই ছাত্রী ও তিন ছাত্র। রাস্তায় তাদের আটকায় এলাকার বখাটে তিন যুবক। রাস্তা আটকে এক ছাত্রীর ফোন নম্বর চায় তারা। নম্বর না দিয়ে রুখে দাঁড়ানোয়, প্রতিবাদী ওই ছাত্রীকে পায়ে ধরতে বাধ্য করে বখাটে যুবকরা। বাধা দিতে গেলে সজোরে থাপ্পড় বসানো হয় তার এক সহপাঠীকে। শুধু তাই নয় পুরো ঘটনার ভিডিও রেকর্ড এবং এডিট করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ঘটনাটি জানাজানি হয় বুধবার সন্ধ্যা নাগাদ। এদিকে, সমাজমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়তেই নির্যাতিত ছাত্রছাত্রীর পরিবারের লোকজন বৃহস্পতিবার সন্ধ্যায় দাসপুর থানায় লিখিত অভিযোগ করেন। ভর সন্ধ্যায় রাস্তাঘাটে এই রোমিওদের উৎপাত বেড়েই চলেছে বলে অভিযোগ এলাকাবাসীদের। তাঁদের প্রশ্ন, “কিভাবে বাড়ির কোনো কাজে বা টিউশন পড়তে পাঠাবো ছেলেমেয়েদের?” এর পরই তৎপর হয় পুলিশ। বৃহস্পতিবার রাতেই গ্রেফতার করা হয় অশোক ভুঁইয়া, দেবাশীষ মণ্ডল, বিজয় বেরা নামে তিন রোমিওকে! শুক্রবার তাদের ঘাটাল মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।