দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: ভরা আষাঢ়েই জোড়া দেবীর বিসর্জন দেখলো দাসপুর! দাসপুরে তাই বোধনের আগেই বিসর্জনের সুর। অন্তঃসত্ত্বা দুই গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে সোমবার। মঙ্গলবার তাদের শেষ কৃত্য সম্পন্ন হলো। অন্তিম যাত্রায় হাজার হাজার শোকসন্তপ্ত মানুষ অংশগ্রহণ করলেন। সন্তানসম্ভবা দুই গৃহবধূর চিতার আগুন যখন দাউদাউ করে জ্বলছে, অঝোর ধারায় কেঁদে চলেছে তখন সারা দেশপুর। কাদঁছে প্রকৃতিও! এও কি হয়? অভিশপ্ত ২০২১ এর ৫ ই জুলাই। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রাজনগর পশ্চিম এলাকায় মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় খুশি দোলুই ও নিরঞ্জনা দোলুই নামে দুই অন্তঃসত্ত্বা (গর্ভবতী) মহিলার। সম্পর্কে তাঁরা দুই জা। একসাথে বসেই দুপুর বেলা ভাত খাচ্ছিলেন। হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে রান্নাঘরের দেওয়াল! সেটাও আবার প্রতিবেশীর দেওয়াল ভেঙে পড়ার চাপে। মর্মান্তিক মৃত্যু হয় যথাক্রমে ৪ মাস ও ৭ মাসের সন্তানসম্ভবা খুশি ও নিরঞ্জনার। এই ঘটনায় শুধু দুটি প্রাণ নয়, মৃত্যু হয় চারটি প্রাণের! ময়নাতদন্তের পর মঙ্গলবার তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়। সারা রাজনগর তথা দাসপুর গ্রাম শোকসন্তপ্ত হৃদয়ে, অশ্রুসজল নয়নে তঁদের শেষ বিদায় জানালেন!

thebengalpost.in
ধ্বংসস্তূপ :

প্রসঙ্গত,সোমবার দুপুর আড়াইটা-তিনটা নাগাদ বৃষ্টির সময়, খুশি ও নিরঞ্জনা সহ পরিবারের ৬ জন সদস্য রান্নাঘরে ভাত খেতে বসেছিলেন। আর, সেই সময়ই ৫০ বছরের পুরোনো রঞ্জিত বরদলই এবং অজিত বরদলই এর ভগ্ন বাড়ির একটি ৩০ থেকে ৩৫ ফুট উঁচু দেয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শম্ভুনাথ দোলই’দের রান্নাঘরের উপর। ফলে, তাদের রান্নাঘরও ভেঙে পড়ে। চাপা পড়ে যান ৬ জনই। বাকি ৪ জন কোনোমতে বেরোতে পারলেও খুশি ও নিরঞ্জনা দেওয়ালের নিচেই চাপা পড়ে থাকেন। ধ্বংসস্তূপ থেকে দু’জনকে উদ্ধার করে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। গর্ভে অপরিণত শিশুদের নিয়েই পৃথিবীর মায়া ত্যাগ করেন খুশি ও নিরঞ্জনা! সন্তানসম্ভবা স্ত্রী’কে হারিয়ে শোকে পাথর হয়ে যান যথাক্রমে শম্ভুনাথ ও সুদর্শন। মঙ্গলবার বিকেলে দুই অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ ময়নাতদন্তের পর বাড়িতে নিয়ে যাওয়া হলে, এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন! যাদের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে তাদের শাস্তির দাবিও ওঠে। সব হারানো শম্ভুনাথ ও সুদর্শনের পাশে দাঁড়াতে শেষকৃত্যে উপস্থিত ছিলেন দাসপুর ১ ব্লকের বিডিও বিকাশ নস্কর এবং দাসপুর ১ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক। তাঁরা সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।