দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন:মাত্র তিন দিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার সবং এবং ডেবরা থেকে ৭ বাইক চোরকে গ্রেফতার করেছিল যথাক্রমে সবং ও ডেবরা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছিল একাধিক বাইক। ৭ বাইক চোরের মধ্যে ২ জনের জেল হেফাজত হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই চক্রের আরও দুই পান্ডাকে সোমবার রাতে গ্রেফতার করলো ডেবরা থানার পুলিশ। সবং থেকে এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সেখ আবু বক্কর ও সেখ আলতাফ। দু’জনই সবং থানার বড়সাহারা এলাকার বাসিন্দা। এদের কাছ থেকে দুটি বাইকও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের আজ মেদিনীপুর আদালতে তোলা হলে দু’জনেরই জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
প্রসঙ্গত, গত ১৮ ই জুন রাতে অভিযান চালিয়ে ৭ বাইক চোরকে গ্রেফতার করেছিল যথাক্রমে সবং ও ডেবরা থানার পুলিশ! গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার ভোর রাতে এই ৭ দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করেছিল পুলিশ। তাদের কাছ থেকে ৫ টি চুরি যাওয়া বাইকও আটক করেছিল পুলিস। ধৃতদের আদালতে তোলা হলে, ২ জনের পুলিশ হেফাজত এবং ৫ জনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। জেল হেফাজতে থাকা দু’জনকে জিজ্ঞাসাবাদ করেই গতকাল (সোমবার) রাতে আরও দুই চোরকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চুরি যাওয়া ২ টি বাইক উদ্ধার করা হয়েছে। যদিও তাদের দাবি, বাইকগুলি তারা ওই বাইক চোরদের কাছ থেকে কিনেছিলো। তবে, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং আরও বাইক উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…