দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ নভেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভাদুতলা-পিড়াকাটা রাজ্য সড়কের উপর, বাঘমারি এলাকায় বুধবার সন্ধ্যা নাগাদ ঘটে যায় পরপর দু’টি পথ দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, বাঘমারিতে যে বিনা মার্কিংয়ের বাম্পার করা হয়েছে, তা বুঝতে না পেরেই দুর্ঘটনার কবলে পড়েন দুই বাইক আরোহী। প্রথম দুর্ঘটনাটিতে এক শিশু পড়ে গিয়ে জখম হয় এবং পরের দুর্ঘটনাটিতে এক প্রৌঢ়া পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। দু’টি ক্ষেত্রেই ওই বাম্পারে ধাক্কা লেগে, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক পড়ে যায় রাস্তার উপর! তাই অবিলম্বে ওই বাম্পারে সাদা রং বা মার্কিং করার দাবি তুলে সন্ধ্যা ৬ টা নাগাদ পথ অবরোধ শুরু করেন এলাকাবাসী। কিছুক্ষণের মধ্যেই, ঘটনাস্থলে পৌঁছয় শালবনী থানার অধীন পিড়াকাটা পুলিশ পোস্টের পুলিশ। ইনচার্জ আনন্দ মণ্ডল কথা বলেন অবরোধকারীদের সঙ্গে। আশ্বাস দেন, অবিলম্বে সাদা রং করে দেওয়া হবে এই রাস্তার উপর থাকা বাম্পারগুলিতে। এরপরই অবরোধ উঠে যায়।

thebengalpost.net
পথ অবরোধ :

প্রসঙ্গত, এই রাজ্য সড়ক সম্প্রতি সম্প্রসারণ করা হয়েছে। তারপর এই রাস্তার উপর কয়েকটি দুর্ঘটনা ঘটে যায়। সেই সময় গ্রামবাসীদের দাবিতেই রাস্তার উপর দেওয়া হয় একাধিক বাম্পার। বিশেষত, বাঘমারি ও তার পরের গ্রাম পাথরকুমকুম এলাকায়। তবে, তা দূর থেকে বোঝার মত ‘মার্ক’ করা হয়নি বা সাদা রং করা হয়নি। এদিকে, ভাদুতলার জঙ্গলরাস্তা শেষ হলেই বাঘমারি গ্রাম। ফলে বাইক ও গাড়ি চালকরা যথারীতি স্পিডে থাকেন। আর, সেই কারণেই বাঘমারিতে ঢোকার মুখে সবার প্রথমে থাকা বাম্পারটিতে ধাক্কা লেগে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন চালকরা। বিশেষত, এই রাস্তা দিয়ে প্রথমবার যাত্রা করছেন যাঁরা। এদিনও মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ঘটে যাওয়া দু’টি দুর্ঘটনার জন্য বিনা মার্কিংয়ের ওই বাম্পারকেই দায়ী করে এলাকাবাসী পথ অবরোধ করেন। প্রায় ১ ঘন্টা চলে অবরোধ। পুলিশের আশ্বাস পাওয়ার পর সন্ধ্যা ৭ টা নাগাদ উঠে যায় অবরোধ।

thebengalpost.net
অবরোধ উঠলো পুলিশের আশ্বাসে :