Bankura

পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবি! সৌমিত্র খাঁ’র বিরুদ্ধে FIR তৃণমূলের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, বাঁকুড়া, ২২ জুন: উত্তরবঙ্গের পর এবার জঙ্গলমহলকে ঘিরে পৃথক রাজ্যের দাবি তোলা নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজ্য-রাজনীতি। আগেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলেছিলেন বিজেপি সাংসদ জন বার্লা। এবার আরও একধাপ এগিয়ে জঙ্গলমহলকে পৃথক রাজ্য করা নিয়ে মন্তব্য করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র বলেন, “রাঢ়বঙ্গও উন্নয়ন থেকে বঞ্চিত। এখানকার কোনও যুবকের চাকরি হয় না। এখানকার সম্পদ নিয়ে যাওয়া হয় অন্যত্র। কিন্তু উন্নয়নের লেশমাত্র নেই। এখন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম নিয়ে পৃথক রাজ্যের দাবি উঠতেই পারে।” এদিকে, এই মন্তব্যের পরেই সৌমিত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারের জেলা যুব তৃণমূল সভাপতি বাবলু কর, সৌমিত্রের মন্তব্য উসকানিমূলক এবং তা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে, এই মর্মে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন।

সৌমিত্র খাঁ :

যদিও এই প্রসঙ্গে, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন যে, “রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য করার যে দাবি জানানো হয়েছে, তা দলের বক্তব্য নয়। এটা সৌমিত্র খাঁ-র ব্যক্তিগত বক্তব্য। তবে, রাঢ়বঙ্গকে নিয়ে যে অবহেলার অভিযোগ করেছেন সৌমিত্র, তাকে আমি সমর্থন করি।” প্রসঙ্গত উল্লেখ্য, সাংসদ জন বার্লার বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন আলিপুরদুয়ারের জেলা যুব তৃণমূল সভাপতি। এই প্রসঙ্গে তিনি বলেন,”আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ নিজেরাই ক্রিমিনাল। এদের অবিলম্বে গ্রেফতার করা হোক। এমনকী যারা বাংলা ভাগকে সমর্থন জানাচ্ছেন বা ভাগ চেয়ে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট দিচ্ছেন, তারাও সমানভাবে আইনশৃঙ্খলা ভঙ্গ করছেন, সকলকে গ্রেফতার করতে হবে।”

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago