thebengalpost.in
দুর্ঘটনার দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে জেলা তৃণমূলের সভাপতি :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ আগস্ট: রবিবার (গত ২২ শে আগস্ট) ভরদুপুরে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় ঘটে যাওয়া ভয়াবহ পথ-দুর্ঘটনায় মৃত্যু বেড়ে হল ৪। ওই দিনই ৩ জনের মৃত্যু হয়েছিল। সোমবার আরও একজনের মৃত্যু হয় বাঁকুড়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। তরুণ ওই ফুটবলারের নাম তাহের মণ্ডল। বয়স মাত্র ২৪। তার বাড়িও গড়বেতার দেওয়ান গ্রামে। ওই ফুটবল দলের গোলকিপার ছিল তাহের। সারা এলাকা এখনও গভীর শোকে মুহ্যমান! মঙ্গলবার দুপুরে ওই গ্রামে রওনা দিচ্ছেন মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। গতকালই গিয়েছিলেন এলাকার বিধায়ক উত্তরা সিংহ হাজরা।

thebengalpost.in
দুর্ঘটনার দিন মেদিনীপুর মেডিক্যাল কলেজে জেলা তৃণমূলের সভাপতি :

প্রসঙ্গত, রবিবার (২২ আগস) দুপুর আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার বোষ্টমমোড় (বাঁশদা মোড়) এলাকায়। গড়বেতার দেওয়ান এলাকা (গড়বেতা ১ নং ব্লকের ২ নং অঞ্চল) থেকে বাঁকুড়ার বাগডোগরা স্টেডিয়ামে একটি ফুটবল প্রতিযোগিতায় যোগ দিতে একটি ট্রেকারে করে যাচ্ছিল অন্তত ২০ জন। ওই যাত্রীবাহী ট্রেকার নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশদা মোড়ের কাছে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের (জুলফিকার মন্ডল)! ৫০ বছরের কুরবান শেখ ও ১৪ বছরের জসীরুদ্দিন চৌধুরীর’র মৃত্যু হয় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। আশঙ্কাজনক ৯ জনকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এর মধ্যে একজনকে স্থানান্তরিত করা হয়েছিল কলকাতায়। বাঁকুড়া ও বিষ্ণুপুর হাসপাতাল মিলিয়ে ৬ জন চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যেই আরও একজনের মৃত্যু হল!

thebengalpost.in
দুর্ঘটনাস্থলের ছবি (২২ আগস্ট) :