দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জুন: এবার করোনা আক্রান্ত হয়ে আন ফেরার দেশে চলে গেলেন খড়্গপুর পৌরসভার প্রাক্তন কাউন্সিলর মহম্মদ আকবর। বয়স হয়েছিল আনুমানিক ৫৫। তিনি ২০০৫ সালে খড়্গপুর পৌরসভায় জোড়াফুল চিহ্নে জয়লাভ করে, পৌরসভার বুকে তৃণমূলের অস্তিত্ব নির্মাণের অন্যতম কারিগর ছিলেন। জওহর পাল সহ যে ৫ জন তৃণমূলের কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম মহম্মদ আকবর। ৫ নং ওয়ার্ডে তিনি পরপর দু’বার জয়ী হয়েছিলেন। তবে, ২০১৫ এর নির্বাচনে সিপিআইএমের কাছে ওই ওয়ার্ডে হেরে যান। তবে, জনপ্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে এলাকাবাসী ও সমস্ত রাজনৈতিক দলের কাছেই তাঁর গ্রহণযোগ্যতা ছিল। তাঁর প্রয়াণে শোকের ছায়া শহরজুড়ে!

thebengalpost.in
প্রয়াত নেতার প্রতি সমাজ মাধ্যমে শ্রদ্ধা দলীয় কর্মীদের (ছবি : সংগৃহীত) :

সূত্রের খবর অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন গত ১ লা জুন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে অ্যাপোলো হাসপাতালে রেফার করা হয়! শুক্রবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। মহম্মদ আকবরের মৃত্যুতে শোকের ছায়া খড়্গপুরের রাজনৈতিক মহলে। শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খড়্গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার, জওহর পাল সহ তৃণমূলের নেতারা।