Police Administration

Kharagpur: আগ্নেয়াস্ত্র পাচারের আগেই গ্রেপ্তার খড়্গপুরের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী! খুন আর ডাকাতির ছক বানচাল করল জেলা পুলিশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ ডিসেম্বর: একইদিনে জোড়া সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। খড়্গপুর শহর ও গ্রামীণ থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ পাকড়াও করল কুখ্যাত দুষ্কৃতীদের। শনিবার রাতে রেল শহরের নিমপুরা রাখার জঙ্গলের কাছে আগ্নেয়াস্ত্র পাচার করার আগেই গ্রেপ্তার খড়গপুরের কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী দীপঙ্কর শুক্লা। ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার বিকেলে খড়গপুর টাউন থানায় সাংবাদিক সম্মেলন করে খড়্গপুরের এসডিপি ধীরজ ঠাকুর এবং আইসি পার্থসারথি পাল জানান, ধৃত দীপঙ্কর শুক্লার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি সেমি-অটোমেটিক পিস্তল, ১টি দেশি একনলা বন্দুক, ১৭ রাউন্ড কার্তুজ, ১টি ৯ এমএম পিস্তলের গুলি এবং একটি বড় ছুরি।

সাংবাদিক বৈঠকে এসডিপিও ও আইসি:

বিজ্ঞাপন (Advertisement):

তিনি জানান, শনিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে দীপঙ্কর শুক্লা একটি বাইকে করে নিমপুরা রাখার জঙ্গলের কাছে দুই দুষ্কৃতী—উমেশ কুমার ও রাধেশ্যাম সিংহের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিতে যাচ্ছে। খবর পাওয়া মাত্রই খড়গপুর টাউন থানার আইসি পার্থসারথি পালের নেতৃত্বে পুলিশ এলাকায় অভিযান চালায়। রাত্রি ঠিক সাড়ে ৮টা নাগাদ অস্ত্র হস্তান্তরের ঠিক আগেই পুলিশ দীপঙ্কর শুক্লাকে ধাওয়া করে ধরে ফেলে। তবে তাঁর সঙ্গে থাকা আরেক ‘কুখ্যাত’ দুষ্কৃতী (বোম রাজা) বাইক নিয়ে পালিয়ে যায়! এসডিপিও জানিয়েছেন, পালাতক অভিযুক্তের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। ধৃত দীপঙ্কর শুক্লাকে গ্রেপ্তার করে রবিবার খড়গপুর মহকুমা আদালতে তোলা হলে, বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

খড়্গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে ধৃত দীপঙ্কর শুক্লা জানিয়েছেন খরিদা এলাকার বাসিন্দা আর উমেশ কুমার এবং ঝাড়খণ্ডের জামশেদপুরের রাধেশ্যাম সিং- কে ওই অস্ত্র দিতে এসেছিলেন তিনি। এর আগে অস্ত্র আইনে মামলা রয়েছে আর উমেশের বিরুদ্ধে। ড্রাগ মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন রাধেশ্যাম। এছাড়াও, দীপঙ্ক শুক্লার বিরুদ্ধে আগে থেকেই ৯টি মামলা রয়েছে। কোথা থেকে ওই অস্ত্র নিয়ে আসা হয়েছিল তার খোঁজ নেওয়া চলছে। খুনের উদ্দেশ্যেই এই আগ্নেয়াস্ত্র লেনদেনের পরিকল্পনা বলে পুলিশের কাছে নির্দিষ্ট তথ্য ছিল। সেই সূত্র ধরেই অভিযুক্তকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অন্যদিকে, শনিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ২নং আকড়া বসন্তপুর এলাকায় একটি স্করপিও গাড়ি ও লরি নিয়ে ডাকাতির জন্য জড়ো হচ্ছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই খবর পৌঁছায় খড়্গপুর লোকাল থানায়।গোপনে খবর পাওয়ার পরই বিশাল পুলিশ বাহিনী গিয়ে হাতে নাতে ধরে ফেলে ডাকাত দলকে।তাদের কাছ থেকে একটি স্করপিও গাড়ি, একটি লরি এবং ডাকাতি করার জন্য ব্যাবহৃত একাধিক জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ৭ জন জনই ভিন রাজ্যের বাসিন্দা বলে জানা গিয়েছে জেলা পুলিশ সূত্রে। ধৃতদের রবিবার খড়গপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে পুলিশ।

উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

1 day ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

6 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago