দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ জানুয়ারি: মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের এক NVF কর্মীর! বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার আমতলা এলাকায়। জানা যায়, খড়্গপুর গ্রামীণ থানায় (Kharagpur Local Police Station) কর্মরত ওই NVF কর্মীর নাম সুরজিৎ মুর্মু। বয়স আনুমানিক ৩০। জানা যায়, ওই যুবক নিজের বাইকে করে ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে কেশিয়াড়ি হয়ে খড়্গপুর লোকাল থানাতে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন। হঠাৎই কেশিয়াড়ি থানার আমতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটি বোঝাই ট্রাক্টরের পেছনে ধাক্কা মারেন তিনি!

এরপর, গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কেশিয়াড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের তরফে তাঁর মৃতদেহ উদ্ধার করে বিকেল নাগাদ ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য যে, বুধবারই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ২২-তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে মেদিনীপুর শহরের পুলিশ লাইন মাঠে। আর এদিনই জেলার এক পুলিশ কর্মীর মর্মান্তিক মৃত্যু ঘিরে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে!










