দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুন: জেলা শহর মেদিনীপুরে “শব্দদূষণ” প্রতিরোধে তৎপর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আর, এই শব্দদূষণের অন্যতম কারণ হয়ে উঠেছিল- “বিকট শব্দের” বুলেট বা মোটরবাইক গুলি। গত কয়েকদিন ধরেই এ নিয়ে ধরপাকড় চলছে মেদিনীপুর শহরে। আটক করা হয়েছে একাধিক বাইক। পুলিশ সূত্রে খবর, বুধবার পর্যন্ত মোট ২৩ টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। প্রথমবার, সতর্ক করা হয়েছে বাইক চালকদের। দ্বিতীয়বার, সরাসরি জরিমানা করা হয়েছে এবং মুচলেকা নেওয়া হয়েছে। এভাবে মোট ২৩ টি বাইককে আটক করা হয়েছে এবং বাইকের সাইলেন্সার খোলা হয়েছে।

thebengalpost.in
মেদিনীপুর শহর থেকে এখনও পর্যন্ত ২৩ টি বাইক আটক করলো পুলিশ :

শব্দদূষণ রোধেই জেলা পুলিশ ও কোতোয়ালি থানার এই উদ্যোগ বলে জানা গেছে। বিকট শব্দের এই বাইকের কারণে সমস্যায় পড়েন পথচারীরা! অবশেষে, এই আইন-অমান্যকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় খুশি শহরবাসী। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, “ইতিমধ্যে বেশ কিছু বাইক থেকে বিকট আওয়াজের সাইলেন্সার খোলা হয়েছে। এই অভিযান চলবে। বাইক দৌরাত্ম্য বরদাস্ত করা হবেনা।”