দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ আগস্ট: বৃহস্পতিবার (১৯ আগস্ট) জেলা শহর মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয়েছিল ভুয়ো আইপিএস (Fake IPS) সৌম্যকান্তি মুখার্জি কে। ওই দিনই তাকে তোলা হয়েছিল জেলা আদালতে। জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের পুলিশ রিমান্ডে (পুলিশ হেফাজতে) নেওয়া হয়েছে তাকে। তার বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে প্রতারিত করার অভিযোগ আছে। এদিকে, তার নিজের এক আত্মীয় সহ একাধিক পুলিশ আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার বিষয়টিও উঠে আসছে। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, “তদন্তে সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে।” তবে, সূত্রের খবর অনুযায়ী, গত প্রায় একবছর কিংবা আরও বেশি সময় ধরে সৌম্যকান্তি এই প্রতারণার জাল বিছিয়েছিল। জেলা পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, “সৌম্যকান্তি মুখার্জি বেশ কয়েকবার UPSC পরীক্ষায় বসেন। কিন্তু, উত্তীর্ণ হতে পারেননি। এরপরই কম সময়ে বেশি টাকা উপার্জন করতে ভুয়ো IPS অফিসার সেজে জালিয়াতির ফাঁদ পাতেন!” এদিকে, সৌম্যকান্তির পর্দা ফাঁস হওয়ার পর থেকেই তার বাবা, মা অন্তরালে চলে গেছেন বলে জানা গেছে। তাই তাঁরাও ঘটনাটি জানতেন বলে পুলিশের অনুমান! এদিকে, সৌম্যকান্তির এক আত্মীয় বাঁকুড়া জেলার এক পুলিশ অফিসার বলে জানা গেছে। তাঁকেও সৌম্যকান্তি ব্যবহার করেছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, গত এক বছর ধরে নীলবাতির গাড়ি ব্যবহার করছিল সৌম্যকান্তি! এমনকি নীলবাতি গাড়ি নিয়ে মেয়ে দেখতে গিয়েছিল বলেও জানা গেছে। সেখানেও নিজেকে আইপিএস বলে পরিচয় দিয়েছিল বলে অভিযোগ উঠে আসছে। অন্যদিকে, তার ফেসবুক জুড়ে কখনও এয়ারফোর্সের অফিসারের পরিচয়, কখনও আইপিএসের, কখনও কেন্দ্রীয় আধিকারিকের! ছবিতে কখনও আর্মির পোশাক, কখনও নীলবাতি গাড়ির সামনে দাঁড়িয়ে পোজ! সবমিলিয়ে, প্রতারণার জাল বেশ ভালোভাবেই বিছিয়েছিল মেদিনীপুর শহরের লাইব্রেরী রোডের (বটতলাচকের কাছে) বাসিন্দা সৌম্যকান্তি মুখার্জি।

thebengalpost.in
সৌম্যকান্তি মুখার্জি (ছবি- ফেসবুক) :

thebengalpost.in
সৌম্যকান্তি মুখার্জি (ছবি- ফেসবুক) :

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা রাহুল দাস (ওরফে, বুবাই) ও প্রতারণা আর অসামাজিক কার্যকলাপে বেশ ভালোই হাত পাকিয়েছিল বলে খবর পাওয়া যাচ্ছে! শুক্রবার খড়্গপুর টাউন থানার পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার আদালতে তোলা হলে তাকে আপাতত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ আগস্ট ফের তাকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। নিজেকে সর্বভারতীয় এক বৈদ্যুতিন সংবাদমাধ্যমের সাংবাদিক থেকে শুরু করে ইন্ডিয়ান রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পরিচয় দেওয়া রাহুলের ফেসবুক জুড়েও ভুয়ো নাম, পরিচয় আর ছবির ছড়াছড়ি! হুমকি, তোলাবাজি থেকে মধুচক্রের সঙ্গে যুক্ত থাকা নানা অভিযোগ তার বিরুদ্ধে। ঘাটালের বাসিন্দা হলেও, মূলত মেদিনীপুর ও খড়্গপুর জুড়ে চলছিল তার অসামাজিক কার্যকলাপের রমরমা। তবে, সর্বভারতীয় একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের নাম ও লোগো সামান্য পরিবর্তন করে প্রভাব বিস্তারের জন্য, ওই সংবাদমাধ্যমের তরফে শুক্রবার এফআইআর (FIR) করা হয়েছিল তার বিরুদ্ধে। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় রাহুল’কে। এদিকে, রাহুল যে ‘ভুয়ো সাংবাদিক’ তা জানতে পারার পরই শহরের একাধিক নেতা-নেত্রী থেকে সাধারণ মানুষের মাথায় হাত! বিভিন্নভাবে তাঁরা প্রতারিত হয়েছিলেন বলে সমাজ মাধ্যমে জানাচ্ছেন। লিখিত অভিযোগ করা হলে, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার দীনেশ কুমার। একইসাথে, জেলাজুড়ে ভুয়ো নীল বাতি এবং ভুয়ো প্রেস স্টিকার, অন ডিউটি স্টিকার প্রভৃতির বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও জেলা পুলিশ সূত্রে জানা গেছে।

thebengalpost.in
রাহুল দাসের ভুয়ো কার্ড :

thebengalpost.in
রাহুল দাস (ছবি- ফেসবুক) :

thebengalpost.in
ভুয়ো লোগো ব্যবহার (ছবি- ফেসবুক) :