দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুলাই: মঙ্গলবার খড়্গপুরের গোলবাজারের গুলি চালানোর ঘটনায় এখনও গ্রেফতার হয়নি কেউ। তবে, দুষ্কৃতীদের ধরতে তৎপর পুলিশ। প্রসঙ্গত, গোলবাজারের মধ্যে রয়েছে একাধিক ব্যাঙ্ক, সেখানে বেসরকারি সংস্থার তরফ থেকে এটিএমে টাকা ভরতে আসা প্রায় পাঁচটি গাড়ি এই গোলবাজারের মধ্যেই আসা যাওয়া করে। বুধবার কড়া নজরদারির মধ্যে চলেছে এটিএমে টাকা ভরার কাজ। এসডিপিও দীপক সরকারের নেতৃত্বে বাজারের মধ্যেই নাকা তল্লাশি চালানো হল খড়্গপুর পুলিশ প্রশাসনের তরফে। শুধু বাজার নয়, মঙ্গলবারের ঘটনার পর গোটা শহরে মোট ১২ টি জায়গায় নাকা তল্লাশি চলছে। বুধবার একাধিক বাইক আটক করেছেন খড়্গপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপক সরকারের নেতৃত্বে খড়্গপুর টাউন থানার পুলিশ।
অপরদিকে, মঙ্গলবার রাতে জেলা শহর মেদিনীপুরে অভিযান চালানো হল, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নেতৃত্বে। জেলা পুলিশের আধিকারিকরা ছাড়াও ছিলেন কোতোয়ালি থানার পুলিশ কর্মীরা। নাইট কারফিউ না মানায়, গতকাল রাতে ২৯ জনকে গ্রেফতার করে কোতোয়ালী থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে অবশ্য তাদের জামিন দেওয়া হয় বলে জানা গেছে। তবে, কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে।