দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো। সিআই, আইসি, আইবি, ডিআইবি সহ বিভিন্ন পদে থাকা ইন্সপেক্টর র‌্যাঙ্কের অফিসারদের বদলি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর টাউন থানা, কেশিয়াড়ি থানা, মোহনপুর থানা, গোয়ালতোড় থানা এবং জেলা সাইবার ক্রাইম থানার আইসি-রা বদলি হলেন। এছাড়াও, খড়গপুর জিআরপি-র আইসি প্রশান্ত কীর্তনিয়াকে বদলি করা হলো আইসি করিমপুর পদে। খড়্গপুর জিআরপি-র নতুন আইসি হচ্ছেন শিবপুরের আইসি অভিজিৎ চ্যাটার্জি। এরমধ্যে সবথেকে উল্লেখযোগ্য বদলি হলো খড়্গপুর টাউন থানার ক্ষেত্রে। চলতি বছরের মার্চ মাসে একটি বিশেষ কারণে রাজ্য পুলিশের তরফে ‘ক্লোজ’ করা হয়েছিল খড়্গপুর টাউন থানার আইসি রাজীব পালকে। গত ৮ মাস ধরে খড়্গপুর টাউন থানার দায়িত্বে কোনও স্থায়ী আইসি ছিলেন না। এবার আইসি হয়ে আসছেন পার্থসারথি পাল। ২০২৩ সাল থেকে তিনি জয়নগর থানার আইসি ছিলেন। তার আগে অর্থাৎ ২০২৩ সালের মে মাস অবধি মেদিনীপুর কোতোয়ালী থানার আইসি ছিলেন পার্থসারথি পাল। এবার তিনি দায়িত্ব সামলাবেন পাশের শহর খড়্গপুরের। বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

thebengalpost.net
রাজীব পাল:

thebengalpost.net
বিজ্ঞাপন (Advertisement):

অন্যদিকে, সুজয় লায়েক সিআইডি থেকে যাচ্ছেন আইসি নয়াগ্রাম পদে। সুদীপ ঘোষাল নয়াগ্রামের আইসি থেকে বদলি হয়ে যাচ্ছেন বাঁকুড়ার গঙ্গাজলঘাটির আইসি হয়ে। আইসি ঝাড়গ্রাম বিপ্লব কর্মকার বদলি হয়ে যাচ্ছেন আইসি নকাশিপাড়া হয়ে। সিআই বেলদা পদে আসছেন উত্তম ঘোষ, তিনি আইবি ইন্সপেক্টর ছিলেন। সেক রবীরউদ্দিন যাচ্ছেন বাঁকুড়া ডিইবি-তে। সিআই খড়গপুর পদে আসছেন বিধাননগর থেকে সঞ্জয় কুন্ডু। রিফাজুল মন্ডল আসছেন সিআই সদর হয়ে, তিনি ছিলেন সোনারপুরে। দয়াময় মাঝি যাচ্ছেন পুরুলিয়া ডিআইবি পদে। সিআই খড়গপুর অতীন্দ্রনাথ দত্ত যাচ্ছেন সিআই এগরা পদে। আইসি কেশিয়াড়ির দায়িত্বে আসছেন বারুইপুর থেকে সুশোভন সরকার। বিশ্বজিত হালদার যাচ্ছেন জলপাইগুড়ি ট্রাফিক ইন্সপেক্টর হয়ে। আইসি মোহনপুরের দায়িত্বে আসছেন বারুইপুর থেকে প্রদীপ পাল। অভিষেক বিশ্বাস যাচ্ছেন পুরুলিয়া সাইবার ক্রাইমের ইন্সপেক্টর পদে। জয়নগরের সিআই সুবীর ঢালি আসছেন গোয়ালতোড় থানার আইসি হিসেবে।

thebengalpost.net
পার্থসারথি পাল: